আপনজন ডেস্ক: মাত্র পাঁচজন অতিথি বেশি আসায় বউভাতের অনুষ্ঠানে চলল তুমুল মারামারি। একটা সামান্য বিষয় নিয়ে এত বড় অশান্তি শুরু হবে তা কেউ ভাবতেও পারেনি। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুরে। পাঁচজন অতিথি বেশি আসায় তাদের বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ কনেপক্ষের। এই গন্ডগোলের মাঝখানে পড়ে নতুন বউও হামলার শিকার হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। কনের ভাইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে বর-সহ গ্ৰেফতার হয়েছেন বরপক্ষের চারজন। দুবরাজপুর থানার অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েতের শিমুলডিহি গ্ৰামের সুরিয়া খাতুনের সঙ্গে সদাইপুর থানার অন্তর্গত কুলসুমা গ্রামের শেখ আতিকুলের বিয়ের অনুষ্ঠান চলছিল।স্বাভাবিকভাবেই বিয়ের পরের দিন ছিল বৌভাত। এ উপলক্ষে কনেপক্ষ থেকে ৩০ জন অতিথি আসেন ওই বৌভাতের অনুষ্ঠানে। কিন্তু বরপক্ষ আগে বলে রেখে ছিল ২৫ জনের বেশি অতিথি তারা আপ্যায়ন করতে পারবেন না। মাত্র পাঁচজন অতিথি বেশি হওয়ায় মাথা গরম হয়ে যায় বরপক্ষের। অতিথি কেনো বেশি এসেছে তা নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। শেষমেশ হাতাহাতি ও বাঁশ দিয়ে মারধরের মতো ঘটনাও ঘটেছে। দুই পক্ষের মোট ১০ জন আহতদের বীরভূম জেলার সিউড়ি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে কনের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে বর-সহ চারজনকে গ্রেফতার করে। নববধূ সুরিয়া খাতুনের বলেন, মাত্র পাঁচজন লোক বেশি হয়েছিল বলে বাঁশ দিয়ে আমার দাদা, বৌদি ও বোনকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের আমরা সহজে ছাড়ব না।আমি এই পরিবারে এই ধরণের মানুষের সঙ্গে থাকব না।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct