শামিম মোল্যা, বসিরহাট, আপনজন: ১১ জুলাই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজয় উৎসব শুরু করেছেন তৃণমূলের কর্মীরা। বিভিন্ন জায়গার পাশাপাশি আজ রবিবার বসিরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত সাকচুড়া বাজারে অনুষ্ঠিত হল তৃণমূলের বিজয় উৎসব অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি, বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত, বসিরহাট জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শমিক রায় অধিকারী, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের তৃণমূলের জয়ী প্রার্থী সাহানুর মন্ডল সহ বসিরহাট ১ নম্বর ব্লকের প্রায় সমস্ত জয়ী তৃণমূলের প্রার্থী ও স্থানীয় তৃণমূল নেতা হামিদ আলি ও সাহারাপ মন্ডল সহ তৃণমূল নেতৃত্বরা । এদিন বসিরহাট ১ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত ,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের তৃণমূলের সমস্ত জয়ী প্রার্থীদের দেওয়া হয় বিশেষ সম্বর্ধনা। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি ও জেলা পরিষদের জয়ী প্রার্থী সাহানুর মন্ডল এদিন জয়ী প্রার্থীদের ফুলের মালা, উত্তরীয় ও মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানান। সম্বর্ধনা জানানোর পাশাপাশি এলাকার বুথ স্তরে তৃণমূলের কর্মীরা একে অপরকে সবুজ আবির মাখিয়ে বাজি পটকা ফাটিয়ে জয়ের আনন্দ উপভোগ করেন। এই অনুষ্ঠান থেকে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের জয়ী প্রার্থী তৃণমূল নেতা শাহানুর মন্ডল তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন বলে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি । এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব প্রতিটা তৃণমূল কর্মীর। এলাকায় কোনরকম ঝামেলা গন্ডগোল করা চলবে না । বিরোধীদের উদ্দেশ্যে কোনরকম কটুক্তি বা কুরুচিকর মন্তব্য করা যাবে না । তিনি আরো বলেন, যদি এই নির্দেশিকা কেউ অমান্য করে তাহলে দলগত এবং আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct