আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: শনিবার গভীর রাতে িএক ব্যক্তির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আগুনে ঘরের ভিতরে থাকা প্রয়োজনীয় সব জিনিস পত্র সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নদিয়ার চাপড়া থানার তালুকহুদা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওই এলাকার বাসিন্দা শফিক শেখের বাড়িতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। শফিকের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন প্রতিবেশীরা। কিন্তু ততক্ষণে আগুনের জ্বলন্ত লেলিহানে ঘরের ভেতরে থাকা প্রয়োজনীয় সব জিনিসপত্র সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে চাপড়া থানার পুলিশ। এই প্রসঙ্গে বাড়ির মালিক সরিফ শেখ জানান,রাতের অন্ধকারে কে বা কারা তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। যার ফলে ঘরে মজুত রাখা প্রচুর পরিমাণে ধান সহ জামাকাপড় ও তাঁর ছেলেমেয়েদের পড়াশোনার বইপত্র ছাড়াও আসবাবপত্র ও নগদ প্রায় ১০ হাজার টাকা আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। এর আগেও তাঁর বাড়ি থেকে জলের মটর চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি জমিতে আগুন লাগিয়ে ফলন্ত শস্য নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। কেউ শত্রুতা করে এই ধরনের কাজ করছে কিনা তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সাথে যুক্ত প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন।তবে সরিফ সেখ এলাকায় কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। গত পঞ্চায়েত নির্বাচনেও এলাকায় কংগ্রেসের হয়ে ভোট প্রচার করেছেন তিনি। এই ঘটনার সাথে রাজনৈতিক কোনো যোগ আছে কিনা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct