মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান জেলার অন্যতম বৃহত্তম মসজিদ আল মদিনা জামে মসজিদে সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে হাজীদের দেওয়া হল সংবর্ধনা। সৌদি সফর করে এলাকার যেসব হাজিরা হজ সম্পাদন করেছেন তাদেরকে প্রতিবছরের মতো এ বছরও সেহারা বাজার রহমানিয়া ওয়েলফার ট্রাস্ট ও মাদ্রাসা দারুল উলুম সেহারাবাজার এর তরফ থেকে সংবর্ধিত করা হয়। তাদেরকে একটি ব্যাগ নামাজ পার্টি সহ অন্যান্য সামগ্রী উপহার দেয়া হয়। হজের সফর কেমন কেটেছে ওখানে কি সুবিধা অসুবিধা এ নিয়ে প্রত্যেকে বিস্তারিত আলাপ আলোচনা করেন।মুসলিম ধর্মের অত্তন্ত গুরুত্বপূর্ণ একটি বিসয় এই হজ। এই হজে যাওয়ার আগে কি ভাবে ট্রেনিং নিতে হয় সেই বিসয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন মুফতি ইব্রাহিম সাহেব ও হজ কমিটির সদস্য হাজি নাইয়ার সাহেব। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসা দারুল এর হাজি আসরফ আলি। মুল উদ্যক্তা রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্পাদক তথা দারুল উলুমের সম্পাদক হাজী কুতুব উদ্দিন। আগামিতে হাজিদের কি করনিয় এবং দ্বিনের দাওয়াত কি ভাবে পৌছাতে হবে তার বিস্তারিত আলাপ আলচনা করেন। দুয়া করেন মুফতি জাকির হোসেন। উপস্থিত ছিলেম হাজি আলাউদ্দীন, হাজি মহসিন,হোসেন কাসেমি,সইয়েদ হোসেন, মওলানা মফিজ সহ কয়েক হাজার মানুষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct