বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার, আপনজন: ২১ শে জুলাইয়ের সমর্থনে মঙ্গলবার মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত কালিকাপোতা অঞ্চলে পথসভা হয়। এই সভায় বিরোধী দল থেকে সদ্য পঞ্চায়েতে জয়ী সিপিএমের তিনজন সদস্য ১৬৯ নং বুথে কোহিনুর বিবি, ১৬৮ নং বুথে সাহিদ মোল্লা, ১৭৬ নং বুথে নরত্তম হালদার এবং স্বাধীনভাবে নির্দল এ জয়ী প্রার্থী ১৬৫ নং বুথে নাজির হোসেন গায়েন সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানবেন্দ্র মণ্ডল, মগরাহাট পশ্চিমের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct