এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: ‘বাপের ক্ষমতা থাকলে ৩৫৫ করে দেখাক, চ্যালেঞ্জ রইল। ৩৫৫-৫৬ এসব বলে ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাওয়ানো যাবে না।’ বনগাঁ লোকসভার সাংসদ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে নিশানা করে হুঁশিয়ারি দিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। রবিবার গোবরডাঙ্গা টাউন হলে অনুষ্ঠিত বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস আয়োজিত তৃণমূলের শহীদ স্মরণে একুশে জুলাই এর প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে পার্থ ভৌমিক এমনটাই মন্তব্য করেন । শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার গাইঘাটার ফুলশড়া পাঁচপোতায় এক দলীয় কর্মসূচি থেকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ‘আগামী পাঁচ মাসের মধ্যে এদের সরকার (তৃণমূল সরকার) পড়ে যাবে । আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি।’ রবিবার গোবরডাঙ্গায় শান্তনু ঠাকুরের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া শোনা গেল পার্থ ভৌমিকের গলায় । অন্যদিকে ২০১৯ সালের লোকসভা থেকেই মতুয়া ভূমি কার্যত বিজেপির দখলে। তবে এবার বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের গড় উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে পঞ্চায়েত ভোটের ফলে বিরাট ধাক্কা খেয়েছে বিজেপি।
শান্তনুর নিজের বুথেই পরাজিত হয়েছে বিজেপি। উল্লেখ্য এখানেই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার শিকার হতে হয়েছিল, ঠাকুরবাড়ি মূল মন্দিরে পূজো দিতে পারেননি অভিষেক। সেখানেই শাসক দলের জয়কে উল্লেখযোগ্য হিসাবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এ দিন গোবরডাঙ্গায় তৃণমূলের একুশে জুলাই এর প্রস্তুতি সভায় সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ‘শান্তনু ঠাকুর অনুমতি দিলেই ঠাকুরবাড়িতে কেউ পুজো করতে পারবে আর অনুমতি না দিলে কেউ পুজো করতে পারবেনা, এটা মতুয়া সম্প্রদায়ের মানুষ মানেন না বলেই আমি মনে করি, আর এটা মানেন না বলেই শান্তনু ঠাকুর নিজের বুথেই আড়াইশো ভোটে হেরেছে’ বলে মন্তব্য করেন পার্থ। মতুয়া সম্প্রদায়ের মানুষ শান্তনু ঠাকুরকে যেভাবে হারিয়েছে ঠিক সেভাবেই আগামী লোকসভা ভোটে প্রত্যেকটি বুথেই বিজেপিকে আড়াইশো করে ভোটে হারারে বলে মনে করছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। ২০১৯ সালের লোকসভা থেকেই বিজেপির দখলে থাকা বনগাঁ লোকসভা কেন্দ্রটি আগামী লোকসভা ভোটে পুনরুদ্ধারের প্রস্তুতি নিয়েও বক্তব্য রাখতে শোনা যায় বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসকে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরূপনগর বিধানসভার বিধায়ক বীনা মন্ডল, বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্যামল রায়, আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষ, মহিলা নেত্রী ইলা বাগচি, যুব সভাপতি নিরূপম রায়, সংখ্যালঘু সেলের চেয়ারম্যান রহমান সরদার, ছাত্র পরিষদ সভাপতি অনুতোষ নাগ, এসসি ওবিসি সেলের সভাপতি পিনাকী বিশ্বাস, সাবেক সাংসদ মমতা বালা ঠাকুর প্রমুখ। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলা, ব্লক এবং আঞ্চলিক স্তরের বহু নেতা কর্মীরা সমর্থকরা ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct