আপনজন ডেস্ক: এলাকার ছেলে ও মেয়েদের আত্মরক্ষার পাশাপাশি শরীরচর্চা ও মানসিক শক্তি বিকাশের লক্ষে গত কয়েক বছর ধরে বসিরহাটের বেঙ্গল টাইগার সেইশাইনকাই মার্শাল আর্ট একাডেমির উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েদের দেওয়া হয় ক্যারাটে প্রশিক্ষণ। ক্যারাটে প্রশিক্ষণের পাশাপাশি ওই সমস্ত ছেলেমেয়েদের মনে উৎসাহ দিতে প্রতিবছর অনুষ্ঠিত হয় বেল্ট পরীক্ষা। প্রতিবছরের মতো এ বছর বসিরহাট রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো বেল্ট পরীক্ষা । এই পরীক্ষায় উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন ক্যারাটে প্রতিযোগিতারা অংশগ্রহণ করে। প্রতিযোগী ও প্রতিযোগিনীদের পরীক্ষা নেওয়ার জন্য ভারতবর্ষের বিশিষ্ট চ্যাম্পিয়ন ক্যারাডে মার্শাল এক্সপার্টদের নিয়ে আসা হয় এই পরীক্ষা শিবিরে। প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই পরীক্ষা। পরীক্ষার শেষে নাম্বারের ভিত্তিতে দেওয়া হয় বেল্ট। বসিরহাট জেলা অ্যাকাডেমির সেক্রেটারি দিপেন্দু ঘোষ বলেন, ইতিমধ্যে আমাদের এসোসিয়েশন থেকে এশিয়া মহাদেশের টোয়েন্টি ক্যারাডে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে। এমনকি বিশ্বের মধ্যেও খেতাবও অর্জন করেছেন ,এই এসোসিয়েশনের ক্যারাটে মার্শালরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct