আপনজন ডেস্ক: আগামী মঙ্গলবার (২৯ জিলহজ) নতুন গিলাফে আবৃত হবে পবিত্র কাবা শরীফ। ওইদিন এশার পর কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের ২০০ জন বিশেষ কর্মকর্তা এই বরকতময় কাজ সম্পাদন করবেন। কাবা শরিফের গিলাফ মিশমিশে কালো বর্ণের হয়। রেশমের তৈরি এ গিলাফ স্থাপন করা হয় ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফের উপর। সোনার কারুকার্যখচিত এই গিলাফে কুরআনের আয়াত লেখা থাকে। সৌদি সরকার প্রতি বছর একই নমুনায় নতুন নতুন গিলাফ তৈরি করে। হিজরি সাল ইসলামের গুরুত্বপূর্ণ এক অনুসঙ্গ। এর ভিত্তিতে গোটা বিশ্বের মুসলমানরা ধর্মীয় নানা আচার পালন করে থাকে। এরই একটি গুরুত্বপূর্ণ দিক হলো কাবা শরিফে নতুন গিলাফ প্রতিস্থাপন করা। নতুন গিলাফ প্রতিস্থাপনের সময় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct