আপনজন ডেস্ক: উগ্র-ডানপন্থী নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে ইসরায়েল। শনিবার (১৫ জুলাই) এক লাখের বেশি মানুষ জড়ো হন তেল আবিবের রাস্তায়। আন্দোলন করা হয় প্রেসিডেন্টে বাসভবনের বাইরে। সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বিচার ব্যবস্থার সংস্কারের প্রতিবাদ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রাস্তায় নামেন মানুষ। ইসরায়েলের জাতীয় পতাকা আর ব্যানার প্ল্যাকার্ড হাতে প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে আন্দোলন করেন তারা। পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, সরকারের বিচার ব্যবস্থা পরিবর্তনের কারণে হুমকির মুখে পড়ছে গণতন্ত্র। ক্ষমতা চিরস্থায়ী করতেই বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছে নেতানিয়াহু। যেকোনো মূল্যে গণতন্ত্র টিকিয়ে রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এদিকে টানা ৭ মাস ধরে বিক্ষোভ চলমান থাকলেও গেল মঙ্গলবার (১১ জুলাই) বিচারব্যবস্থার সংস্কারসংক্রান্ত বিতর্কিত বিলের ওপর প্রথম দফার ভোটাভুটি হয় ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে। পাশাপাশি ভোটে প্রাথমিকভাবে অনুমোদন পায় বিলটি। প্রথম দফায় নেসেটের ১২০টি আসনের ভেতর ৬৪টি আসন নিশ্চিত করেছে নেতানিয়াহু প্রশাসন। বিলটি আইনে পরিণত হলে তা ইসরায়েলি বিচার বিভাগের ক্ষমতাকে সীমিত করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct