আপনজন ডেস্ক: মাত্রই তিন মাস বাকি ওয়ানডে বিশ্বকাপের। কিন্তু ভারতে অনুষ্ঠেয় এই আসরে খেলা নিয়ে এখনও নিশ্চিত নয় পাকিস্তান ক্রিকেট দল। তারা সরকারের সবুজ সংকেতের অপেক্ষায়। দলটির সাবেক অধিনায়ক মিসবাহ উল হক খুব করেই চাইছেন, বিশ্বকাপে খেলুক তার উত্তরসূরিরা। তার মতে, সেটা না হলে সমর্থকদের সঙ্গে অন্যায় করা হবে। ভারত ও পাকিস্তান লড়াই নিয়ে ক্রিকেটে সবসময়ই থাকে উত্তেজনা। রাজনৈতিক বৈরিতায় আইসিসি, এসিসির প্রতিযোগিতা ছাড়া এখন আর এই দুই দলকে মুখোমুখি হতে দেখা যায় না। বিশ্বকাপে আগামী ১৫ই অক্টোবর আহমেদাবাদে মাঠের লড়াইয়ে নামার কথা চিরপ্রতিদ্বন্দ্বী দু’দলের। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আপত্তি নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। এখন প্রয়োজন পাকিস্তান সরকারের অনুমতি। করাচিতে একটি অনুষ্ঠানে মিসবাহ বলেন, ‘অন্য খেলার জন্য যখন দুই দেশের মধ্যে যোগাযোগ থাকতে পারে, তাহলে ক্রিকেটে কেন নয়? রাজনৈতিক সম্পর্কের সঙ্গে ক্রিকেটকে যুক্ত করা হয় কেন? ভারত ও পাকিস্তান পরস্পরের বিপক্ষে খেলছে মানুষকে এটা দেখার সুযোগ থেকে বঞ্চিত করা অন্যায়।যারা পাকিস্তান ও ভারতের ক্রিকেট অনুসরণ করে, তাদের জন্য বড় ধরনের অবিচার।’ রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। এখন সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে।আসরের চারটি ম্যাচ হবে পাকিস্তানে, নয়টি নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায়। ভারত তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। মিসবাহর মতে, ভারত ও পাকিস্তান দুই দলকেই প্রতিবেশী দেশে গিয়ে খেলা উচিত। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘অবশ্যই, এমনকি ভারতে হলেও পাকিস্তানের বিশ্বকাপে খেলা উচিত। আমি ভারতে যতবার খেলেছি, সেখানে চাপ এবং দর্শকদের উপস্থিতি উপভোগ করেছি, কারণ এটা অনুপ্রেরণা দেয়, আর ভারতের কন্ডিশন আমাদের জন্য মানানসই।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct