আপনজন ডেস্ক: মিজোরাম বিজেপির সহ-সভাপতি আর ভানরামচুয়াঙ্গা অভিযোগ করেছেন মণিপুরে গির্জা পুড়িয়ে দেওয়ার জন্য কেন্দ্র ও মণিপুর সরকার সমর্থন করছে। তার প্রতিবাদে তিনি পদত্যাগ করলেন।ভানরামচুয়াঙ্গার মতে, এ পর্যন্ত মোট ৩৫৭টি গির্জা, যাজকদের কোয়ার্টার এবং বিভিন্ন গির্জার অফিস ভবন “মেইতেই জঙ্গিরা পুড়িয়ে ছাই করে দিয়েছে”।মিজোরামের বিজেপি সভাপতিকে লেখা এক চিঠিতে তিনি লিখেছেন, “খ্রিস্টান ও খ্রিস্টান ধর্মের প্রতি এই অপরাধমূলক অবিচারের প্রতিবাদে আমি অবিলম্বে বিজেপির মিজোরাম প্রদেশের রাজ্য সহ-সভাপতি পদ থেকে আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি।মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেউই গির্জা পুড়িয়ে দেওয়ার নিন্দা জানিয়ে একটি শব্দও বলেননি। গির্জা পুড়িয়ে দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও নিন্দার একটি শব্দও আসেনি। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘তাই আমি বিশ্বাস করি যে মণিপুরে খ্রিস্টান গির্জাগুলি ব্যাপকভাবে ধ্বংস করার বিষয়টি রাজ্য ও কেন্দ্রীয় কর্তৃপক্ষ সমর্থন করেছিল।ভানরামচুয়াঙ্গা বিজেপিকে খ্রিস্টান বিরোধী দল বলে আাখ্যা মেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct