আপনজন ডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার রাজ্যে ধর্মান্তরের প্রবণতার নিন্দা করেছেন এবং বলেছেন যে তার সরকার আদিবাসীদের সংস্কৃতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। গুয়াহাটিতে আদিবাসী ও উপজাতীয় বিশ্বাস ও সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারের জন্য কাজ করা ১৮টি সংগঠনকে ১০ লাখ টাকা করে, আদিবাসী ও উপজাতিদের জন্য ৭৩টি উপাসনালয়ে ৫ লাখ টাকা করে এবং গড়চুকভিত্তিক অল বাথু মহাসভাকে ২ কোটি টাকা করে অনুদান প্রদানের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “উত্তর-পূর্বাঞ্চলের অনেক আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের মধ্যে ধর্মান্তরের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে তাদের ঐতিহ্যবাহী বিশ্বাস ও রীতিনীতি দুর্বল হয়ে পড়েছে। তিনি আরও বলেন, তার সরকার আদিবাসীদের সংস্কৃতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কেউ যেন সুবিধা নিয়ে প্রতারণার মাধ্যমে তাদের অন্য ধর্মে ধর্মান্তরিত না করে। সংবিধানের ২৫ নং অনুচ্ছেদে নিজের পছন্দমতো ধর্ম অবাধে পালন, প্রচার ও প্রচারের অধিকার দেওয়া হয়েছে, কিন্তু এটি কোনও প্রলোভন ও প্রলোভনের মাধ্যমে ধর্মান্তরের অনুমতি দেয় না। তিনি আরও বলেন, ধর্মান্তরের ফলে বিশ্বজুড়ে অনেক আদিবাসী বিশ্বাস ও সংস্কৃতি প্রায় বিলুপ্ত হয়ে গেছে।শর্মা বলেন, “আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আসামে এমন ঘটনা না ঘটে।তিনি আসামের জনগণকে তাদের সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের আহ্বান জানান। আমাদের সংস্কৃতিই আমাদের পরিচয়। যে কোনও মূল্যে আমাদের অবশ্যই এটি রক্ষা করতে হবে, “শর্মা বলেছিলেন। আদিবাসী ও উপজাতীয় সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারের জন্য তাঁর সরকার একটি পৃথক বিভাগ গঠন করবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শর্মা বলেন, “আমরা ধর্মান্তর নিয়ন্ত্রণের জন্য রাজ্য বিধানসভায় একটি বিলও উত্থাপন করব। তিনি বলেন, বলপ্রয়োগ, জালিয়াতি বা প্রলোভনের মাধ্যমে ধর্মান্তররোধের লক্ষ্যে এই বিল আনা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct