সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: ৮ জুলাই পঞ্চাযেত নির্বাচনকে কেন্দ্র কের যে হিংসা সংগঠিত হয়েছে এবঙ ভোট পরবির্থীতে যে হিংসা অব্যাহত রয়েছে তার বিরুদ্ধে এবং প্রতিবাদে জেলার শিল্পী সাহিত্যিক নাট্যকর্মী শিক্ষক শিক্ষাকর্মী তথা ভোটের কাজে নিযুক্ত ছিলেন এমন সকল স্তরের মানুষকে পথে নেমে সোচ্চার হতে দেখা যায় ১৪ই জুলাই সিউড়িতে। এদিন সিউড়ি মসজিদ মোড়ের পথসভায় শিক্ষক আশিস বিশ্বাস বলেন যে, প্রশাসন যেভাবে ভোটকর্মীদের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ও নিরপত্তা দিতে ব্যর্থ হয়েছে তার বিরুদ্ধে আজকের তীব্র প্রতিবাদ কর্মসূচি। গণতন্ত্রের এই অবমাননার বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধই এখন একমাত্র পথ বলেও উল্লেখ করেন । দলমত নির্বিশেষে সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষকে এখনই সোচ্চার হবার আহ্বান জানান ।এরপর একটি মিছিল সিউড়ী বাসস্ট্যন্ড পর্যন্ত পথ পরিক্রমা করে ।বাসস্ট্যান্ডের সভায় বক্তব্য রাখেন যথাক্রমে শিক্ষক আশিস গঁড়াই ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কমল দত্ত।দুজন বক্তাই বিশেষ ভাবে উল্লেখ করেন সমাজের সব অংশের মানুষই বর্তমান শাসক ও প্রশাসনের কর্মকর্তাদের হাতে প্রতিনিয়ত উপেক্ষিত হচ্ছে।সভা পরিচালনা করেন বিকাশ রায় ।বিক্ষোভ সমাবেশের ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানালেন উদ্যোক্তাদের মধ্যে আশিস বিশ্বাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct