আজিজুর রহমান, গলসি, আপনজন: কেগলসিতে ভোট পরবর্তী হিংসার জেরে ভাঙচুর করা হয় নিরিহ আদিবাসী মানুষদের বাড়িঘর। প্রতিবাদ করতে পথে নামল আদিবাসী সমাজ। তবে ঘটনার জেরে এখনও আতঙ্কে রয়েছে গলসি ১ নং ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েতের ঝারুল গ্রামের ছক্কর গড়ে আদিবাসীরা। জানা গেছে, ভোটের ফলাফলের রাতে গ্রামের আচমকা একটি দোকান ও চারপাঁচটি বাড়িতে ব্যাপক ভাংচুর চালানো হয়। ঘটনায় অভিযোগ ওঠে স্থানীয় শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর রাতেই গলসি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাংচুরের ঘটনার কথা অস্মিকার করেছেন গ্রামের তৃণমূল নেতা গোরাচাঁদ মাঝি। তার দাবী, তিনি গভীর রাত প্রযন্ত বুদবুদে ভোট গণনা কেন্দ্রে ছিলেন। এমন কাজ কে করেছে তা তিনি জানেন না। বিষয়টি জানতে পেরে তীব্র নিন্দা জানিয়েছেন জেলা তৃণমূল নেতা দেবু টুডু। তার দাবী এমন কাট যেই করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন। এদিকে নিরিহ আদিবাসী মানুষের ঘর ভাঁঙার ঘটনার পরই গর্জে ওঠে আদিবাসী সমাজ। প্রতিবাদে করতে পথে নামে ভারত জাকাত মাঝি পরগনা মহল নামক আদিবাসী সংগঠন। এদিন তাদের বেশ কয়েকটি মুলুক পরগনার সভাপতিরা ভাঁঙা বাড়িঘর পরিদর্শনে আসেন। এরপরই গ্রামে ঢোকার মুখে তারা বিক্ষোভ দেখান। পাশাপাশি তারা গ্রামে শান্তি বজায় রাখতে বার্তা দেন। তাদের দাবী, যারা ওই কাজ করেছে তারা ভাঁঙা বাড়িগুলি সারিয়ে দিক। তাছাড়াও এরপরও এমন ঘটনা ঘটলে গ্রামে কয়েক হাজার আদিবাসী মানুষ এসে বড়সড় বড়সড় আন্দোলনে নামবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct