ভোট
হাবিবুর রহমান
মেহনত করেছিলেন
আম্বেদকার বাপুজি।
সংবিধান রচনায়
ঢেলেছিলেন সবপুঁজি।
গণতন্ত্র রক্ষায়,
ভোট ছিল হাতিয়ার,
প্রতিনিধি চুজ করার।
রাজা নয় উজির নয়
নির্বাচিত প্রতিনিধি
নেবে দায়িত্বভার ।
তিনি কি কভু জানতেন?
লোভ আর লালসায়
ভোট হবে হাতিয়ার ?
শান্তিরক্ষী বাহিনী হবে বেসামাল।
বোমাগুলি বারুদে ছয় লাপ।
লাশ পড়বে ঝপাঝপ।
ভয়ে বুক ধড়পর ,
বাইরে বেরোবে সাহস কার?
গণতন্ত্র রক্ষায় যে হবে আগুয়ান,
দুর্বৃত্তের আঘাতে যাবে তার জান।
পাঁচ বছরের রাজা হতে,
আখের গোছাতে
মানবেনা কোন মানা,
যেন কেন প্রকারনে
দখলে নেবে মসনদে ।
রাজ করবে ক্ষমতার অলিন্দে ।
এরই নাম গণতন্ত্র!
হা ভগবান!
আম্মেদকার বাপুজির
এরাই করবে স্বপ্নপূরণ?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct