সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের বসন্তপুর গ্রাম। এখানে রয়েছে ৭০ থেকে ৮০টি পরিবারের বসবাস। গ্রামের মাঝখানে একটি ছোট্ট কুঁড়েঘরে নিজের মেয়েকে নিয়ে বসবাস করে বছর ৮০র এক বৃদ্ধা মা, নাম নন্দরানী বাউরী। বহু বছর আগে শারীরিক অসুস্থতার কারণে স্বামী মারা গেছেন। বৃদ্ধ মা তারপর থেকেই একমাত্র মেয়েকে নিয়েই ভাঙ্গাচোরা কুঁড়ে ঘরে বসবাস করেন নন্দরানী বাউরী। এমনকি বৃষ্টির সময় ঘরে বসবাস করা অযোগ্য হয়ে পড়ে বাধ্য হয়েই রাত কাটাতে হয় অন্যের ঘরে। খুব বড় সমস্যায় পড়ায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ান গ্রামবাসীরা। নন্দরানী বাউরী এবং গ্রামবাসীদের দাবি একটি বাড়ির জন্য বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এ দুয়ার থেকে ও দুয়ারে করা নেড়েছেন সবাই প্রতিশ্রুতি দিয়েছে দিনের শেষে তাকে সেই ভাঙাচোরা জরাজীর্ণ কুঁড়েঘরেই বসবাস করতে হতো এতদিন, তবে ওই বৃদ্ধ মায়ের কষ্ট গ্রামবাসীরা সহ্য না করতে পেরে, গ্রামের সবাই একজোট হয়ে টাকা পয়সা জোগাড় করে অসহায় বৃদ্ধ মায়ের ভাঙ্গাচোরা বসত বাড়িটি মেরামত করে দিল। শুধু এখানেই থেমে নয় গ্রামের সকলেই ওই বাড়ি তৈরীর কাজে হাত লাগিয়েছে। স্থানীয় দোকানদার থেকে শুরু করে এলাকার সকলেই বিনা পয়সায় বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়ালস দিয়েছে। গ্রামবাসীরা জানাচ্ছেন একটা দিন নিজেদের কাজ না করলেও চলবে ওই অসহায় মায়ের বাড়িটি তৈরি করে দেওয়া জরুরি রয়েছে । তাই তারা এদিন গ্রামের কেউ নিজেদের গন্তব্যে না গিয়ে বৃদ্ধ মায়ের বাড়ি তৈরি করে দিলেন, এমনকি সবাই চাঁদা তুলে নিজেদের দুপুরের খাবারেরও ব্যবস্থা করেন বৃদ্ধ মায়ের বাড়িতে, সব মিলিয়ে পিকনিকের মুডে উৎসবের আমেজে গ্রামবাসীরা সকলেই একজোট হয়ে অসহায় বৃদ্ধ মায়ের বাড়ি তৈরি করে দিলেন । অসহায় মুখটা যেন আবারো শেষ বয়সে এসে হাসি ফুটেছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বারংবার বলছেন রাজ্যে ১০০ শতাংশ উন্নয়ন হয়েছে, এলাকায় রয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত আবারো বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস রয়েছে বিজেপির সাংসদ তারও মেয়াদ প্রায় পাঁচ বছর হতে চলল। তবে আজও কেন এই বৃদ্ধ অসহায় মায়ের এই দুর্দশা, কেন হলো না এই বৃদ্ধ মহিলার একটি আবাস যোজনার বাড়ি, এই প্রশ্নের উত্তর যেন কোথাও খুঁজে পাওয়াই গেল না। এদিকে উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তাসমিনা খাতুন জানান ওই মহিলা তার কাছে কোনরকম লিখিতভাবে দরখাস্ত করেনি তার নজরে থাকলে সমস্যার সমাধান হতো। তবে এলাকায় সার্ভে হয়েছে যাদের বাড়ির প্রয়োজন তাদের বাড়ি হবে। এলাকার মানুষের সমস্যার সমাধান হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct