নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: জয়যুক্ত হয়েও আতঙ্ক কাটেনি জোট প্রার্থীদের।এলাকা থেকে বহু দূরে শিবির করে থাকতে হয়েছে জয়ী জোট প্রার্থীদের। শাসকদলের হাতে হাইজ্যাক হয়ে যাবার ভয়েই কি শিবির?উঠছে নানান প্রশ্ন।জানা গেছে,১১ জুলাই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে।হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর,মহেন্দ্রপুর,ভিঙ্গল,তুলসীহাটা,রশিদাবাদ,বরুই ও কুশিদা সহ মোট ৭টি গ্রাম পঞ্চায়েত জোটের দখলে আসতে চলেছে বলে রাজনৈতিক মহলে খবর।এতেই শাসক দল চরম বিপাকে পড়েছে।হাতছাড়া হয়ে পড়ছে পঞ্চায়েত।এমনকি পঞ্চায়েত সমিতিও।পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন যাতে শাসকদলের পক্ষেই হয় ভোটের ফলাফল ঘোষণার প্রথম দিন থেকেই শাসকদলের নেতাকর্মীরা জোট ও নির্দল প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দিয়েছেন।লক্ষ লক্ষ টাকার টোপ দেওয়া হচ্ছে বলে খবর।এতেই জোট প্রার্থীর নেতা কর্মীরা আতঙ্কে রয়েছে।তাই শাসকদলের চোখ এড়িয়ে এলাকা থেকে বহু দূরে শিবির করে রাখতে হয়েছে জয়ী জোট প্রার্থীদের বলে দলীয় সূত্রে খবর।
হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লক সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৩০ টি।এর মধ্যে তৃণমূল পেয়েছে ১২ টি, জোট পেয়েছে ১১ টি,বিজেপি পেয়েছে ৬ টি ও নির্দল পেয়েছে ১ টি।ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১৯ টি।তৃণমূল পেয়েছে ৬ টি,জোট ১০ টি ও বিজেপি ৩ টি।বরুই গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৬ টি।এরমধ্যে তৃণমূল পেয়েছে ৯ টি,জোট ১৬ টি ও নির্দল ১ টি।কুশিদা গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২৮ টি। এরমধ্যে তৃণমূল পেয়েছে ৯ টি,জোট ১১ টি,বিজেপি ৪ টি ও নির্দল ৪ টি।মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২০ টি।এরমধ্যে তৃণমূল পেয়েছে ৯ টি,জোট ১০ টি,নির্দল ১ টি।রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২১ টি।এরমধ্যে তৃণমূল পেয়েছে ৯ টি,জোট ১১ টি ও নির্দল ১ টি। তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৫ টি। এরমধ্যে তৃণমূল পেয়েছে ৭ টি,জোট ১২ টি ও বিজেপি ৬ টি ।অপরদিকে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ৭ টি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে মোট পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ২১ টি।এরমধ্যে তৃণমূল পেয়েছে ১০ টি ও জোট পেয়েছে ১১ টি।পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন কবে হবে সেই অপেক্ষায় রয়েছেন জোটের সমর্থকেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct