আপনজন ডেস্ক: সুদানের সেনাবাহিনীর প্রতিনিধিরা তাদের আধাসামরিক শত্রুদের সঙ্গে আলোচনার জন্য সৌদি আরবের জেদ্দায় আবার ফিরে গেছেন বলে একটি সরকারি সূত্র শনিবার জানিয়েছে্ন। দেশটিতে প্রতিদ্বন্দ্বী জেনারেলদের মধ্যে যুদ্ধ চতুর্থ মাসে প্রবেশ করেছে। বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের পর সৌদি ও মার্কিন মধ্যস্থতাকারীরা গত মাসে আলোচনাটি স্থগিত করেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেছেন,’র্যাপিড সাপোর্ট ফোর্সেস বিদ্রোহীদের সঙ্গে আবার আলোচনা শুরু করতে সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধিদল জেদ্দায় ফিরে এসেছে। তবে জেদ্দা আলোচনায় ফিরে যাওয়ার বিষয়ে আরএসএফ কোনো মন্তব্য করেনি। এদিকে সুদানের রাজধানী খার্তুমে প্রত্যক্ষদর্শীরা শুক্রবার এক দিনের প্রচণ্ড লড়াইয়ের পর শনিবার ফের সংঘর্ষের কথা জানিয়েছ। যার ফলে রাজধানীর বিভিন্ন অংশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক ডেপুটি ও আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে ১৫ এপ্রিল যুদ্ধ শুরুর পর থেকে কমপক্ষে তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং ৩০ লাখেরও বেশি লোককে বাস্তুচ্যুত করেছে। সৌদি আরবের প্রতিনিধিদল গত সপ্তাহে আদ্দিস আবাবায় আলোচনা বয়কট করার পর সেনাবাহিনীর কূটনৈতিক প্রচেষ্টায় ফিরে আসার ইঙ্গিত দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct