আপনজন ডেস্ক: ইলন মাস্ক তার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) নতুন কোম্পানি এক্সএআই চালু করেছেন। বুধবার (১২ জুলাই) টুইটারের মালিক ইলন মাস্ক এই ঘোষণা দেন। তিনি কোম্পানির ওয়েবসাইট এবং কয়েক ডজন নতুন কর্মীর নাম প্রকাশ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি এর প্রতিদ্বন্দ্বী কোম্পানি গড়তেই এমনটি জানিয়েছেন মাস্ক। প্রতিবেদনে বলা হয়, মহাবিশ্বের আসল স্বরূপ অনুধাবনে এই উদ্যোগ নেয়া হয়েছে। খবর সিএনএন। নতুন প্রজন্মের বিদ্যুৎচালিত গাড়ি টেসলা ও মহাকাশ সংস্থা স্পেসএক্সের সিইও ইলন মাস্কের মালিকানায় এবার এল এআই প্রযুক্তি। শুক্রবার (১৪ জুলাই) এই বিষয়ে বিস্তারিত জানাতে টুইটার লাইভে হাজির হবেন তিনি। এক্সএআই-এর পেছনে রয়েছে ডিপমাইন্ড, ওপেনএআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্ট, টুইটার ও টেসলার সাবেক কর্মীরা। অবস্থা দেখে বোঝা যাচ্ছে চ্যাটজিপিটি, বার্ড ও ক্লডের মতো চ্যাটবটের নেপথ্যে থাকা প্রতিষ্ঠান ওপেনএআই, গুগল ও এনথ্রোপিকের সঙ্গে প্রতিযোগিতায় নামছেন ইলোন মাস্ক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct