আপনজন ডেস্ক: সবার হাতের কাছেই স্মার্টফোন আর ক্যামেরা থাকায় ছবি তোলা বর্তমানে শুধু ক্লিকের ব্যাপার মাত্র। এটি যেমন অনেকের কাছে শখের বিষয়বস্তু; আবার অনেকের রুটি-রুজির অনুষঙ্গও। তাই সহজে বহনযোগ্য ক্যামেরার ওপর অনেক আগে থেকেই নজর দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এবার সামনে এলো স্মার্টফোনেওর চেয়েও ছোট ও হালকা ওজনের ক্যামেরা। বিশ্বের সবচেয়ে ছোট ও হালকা ওজনের ক্যামেরার খেতাব পেয়েছে মিনিকা। এর আকৃতি এয়ারপডের সমান। মিনিকার ওজন মাত্র ১৭ গ্রাম। তবে সাধারণ ক্যামেরার মতো সবকিছুই এতে রয়েছে। মিনিকায় দশমিক ৯৬ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ছবি ও ভিডিও ধারণের আগে এখানে দেখা যাবে। এ ক্যামেরার মাধ্যমে ১৯২০x১০৮০ পিক্সেলে ভিডিও এবং ৩৭৬০x২১২৮ রেজল্যুশনে ছবি তোলা যাবে। বিশ্বের সবচেয়ে ছোট ও হালকা ক্যামেরায় ১৮০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবারের চার্জে ৬০ মিনিট পর্যন্ত চলবে। এর সঙ্গে মাইক্রোএসডি কার্ড রিডারও রয়েছে, যেটি সহজে কম্পিউটারে ছবি ও ভিডিও স্থানান্তর করা যাবে। তবে আনুষ্ঠানিকভাবে ডিভাইসটির বিক্রি শুরু হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct