নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি, আপনজন: উত্তরবঙ্গে ভারী বর্ষণের ফলে নিউ জলপাইগুড়ি স্টেশনে রেল লাইন জলমগ্ন হয়ে পড়ে।জল বাড়লে বন্ধ হতে পারে রেল পরিষেবা। পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে তাই চরম দুর্ভোগ বাসিন্দাদের। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের রাজমাতা বাড়ি গ্রামে রয়েছে রেলওয়ে আন্ডার পাস। প্রতি বছরের ন্যায় নিয়মিতভাবে এবারও বর্ষায় রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তা। যেন নদীতে পরিণত হয়েছে। বহুবার রেলওয়ে আধিকারিক কে লিখিত জানিয়েও কিন্তু এই রাস্তায় কোন কাজ করা হয়নি, নিকাশি ব্যবস্থা বলতে রয়েছে ছোট্ট একটু ড্রেন। কিন্তু এই রাস্তায় জল আসে বহুদূর থেকে নিকাশি ব্যবস্থা সংরক্ষণ না করলে এলাকা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বেশ কিছু গ্রাম রয়েছে যে গ্রামের যোগাযোগ পর্যন্ত বন্ধ হয়ে যেতে চলেছে এই রাস্তার জন্য। অন্যদিকে অতি ভারী বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা অঞ্চল সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা জলমগ্ন। চরম দুর্ভোগে বাসিন্দারা। বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে গেলে রান্না বন্ধ, সমস্যায় গ্রামের বাসিন্দারা। সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের অধীন ডাউক নদী সহ বেশ কিছু এলাকার নদীবাঁধ না থাকায় নদীর জল কিছু এলাকায় ঢুকে পড়ে। শুক্রবার রাতভর যদি অতি বর্ষণ হয় তাহলে শনিবার এইসব এলাকায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে তাতে নিশ্চিত গ্রামবাসীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct