আপনজন ডেস্ক: মেশিন লার্নিং সিস্টেম বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রক্রিয়াটির দ্রুত সমাধান দিতে সক্ষম। সম্প্রতি সেনোলিটিকস ধারার সম্ভাব্য তিনটি ওষুধ খুঁজে পেতে সফলভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছেন গবেষকরা। এ ওষুধ যেমন বার্ধক্য আটকে দিতে পারে, তেমনি বয়সজনিত রোগ প্রতিরোধেও পারদর্শী। সেনোলিটিকস এমন ওষুধ, যা সেনসেন্ট কোষগুলো মেরে ফেলে। এ কোষগুলো জীবন্ত হলেও তা নিজের মতো আরেকটি কোষ তৈরি করতে পারে না। তাই এদের ‘জম্বি কোষ’বলা হয়। সেনসেন্ট কোষ প্রোটিনের এক মিশ্রণ নিঃসরণ করে, যা আশপাশের অন্য কোষগুলোতে ছড়িয়ে পড়তে পারে। জীবনভর আমাদের কোষগুলো অতিবেগুনি রশ্মি থেকে রাসায়নিকের সংস্পর্শ– বিভিন্নভাবে আক্রান্ত হয় এবং এসব উপাদান কোষগুলোতে জমা হতে থাকে। টাইপ-টু ডায়াবেটিস, কভিড-১৯, পালমোনারি ফাইব্রোসিস, অস্টিওআর্থ্রাইটিস, ক্যান্সারসহ বহুমাত্রিক রোগের ক্ষেত্রে উচ্চ মাত্রায় সেনসেন্ট কোষ জড়িত। ইঁদুরের ওপর চালানো গবেষণায় দেখা গেছে, সেনোলিটিকস ব্যবহার করে সেনসেন্ট কোষ নির্মূল করা হলে এসব রোগ উপশম হতে পারে। এই ওষুধ সুস্থ কোষ বাঁচিয়ে রেখে জম্বি কোষ মেরে ফেলতে পারে। মানুষের মধ্যে মাত্র দুটির পরীক্ষা করা হয়েছে– ডাসাটিনিব ও কোয়েরসেটিন। বহু রোগে ব্যবহার করা যেতে পারে এমন আরও সেনোলিটিকস খুঁজে পাওয়ার অনুসন্ধান চলছে। তবে একটি ওষুধ বাজারে আসতে ১০ থেকে ২০ বছর সময় লাগে। খরচ হয় কয়েক বিলিয়ন ডলার। সম্প্রতি এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং স্পেনের স্যান্টান্ডারের স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিল আইবিবিটিইসি-সিএসআইসির গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন সেনোলিটিকস ওষুধের অনুসন্ধানে সাফল্য পেয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct