নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম, আপনজন: নন্দীগ্রামে বয়াল এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে ভোট হিংসা অব্যাহত। ভোট পরবর্তী হিংসায় প্রায় ১৫থেকে ২০ জন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন এই দুই অঞ্চলে। আহতদের শুক্রবার দেখতে যান মন্ত্রী শশী পাঁজা সহ সৌমেন মহাপাত্র ও কুনাল ঘোষ। সেখানে গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। নন্দীগ্রামে যে মহিলাকে গাছে বেঁধে তৃণমূল করার অপরাধে বিজেপি কর্মীরা গণপ্রহার দেয় সেই আক্রান্ত মহিলার বাড়ির সামনে দোষীদের দ্রুত গ্রেফতার করার দাবিতে ধরনায় বসেন কুনাল ঘোষ ও শশী পাঁজারা। সেই ধরনা মঞ্চ থেকে পুলিশকে ১২ঘণ্টা সময় বেঁধে দেন তিনি,এবং হুমকি দেন ১২ ঘন্টার মধ্যে দোষীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। কুনাল ঘোষ অভিযোগ করেন, পুলিশের মদদে ওই মহিলার উপর যারা অত্যাচার চালিয়েছে তারপরেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কোন রকম ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা সাহস পাচ্ছে। কুনাল ঘোষের আরো অভিযোগ, নন্দীগ্রামে একসময় সিপিএমের যে হার্মাদরা ছিল তারাই এখন বিজেপির হয়ে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। মন্ত্রী শশী পাঁজা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এলাকার তৃণমূল কবীরা অভিযোগ করেন পুলিশ থাকলেও দুষ্কৃতীরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ভোটের দিন থেকে তারা তৃণমূল কর্মীদের ওপর ওই এলাকায় হামলা চালাচ্ছে। কুনাল ঘোষ সঠিক পদ্ধতিতে মৌখিকভাবে নয়, লিখিতভাবে অভিযোগ জানিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করার জন্য আক্রান্ত তৃণমূল কর্মীদের পরামর্শ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct