আপনজন ডেস্ক: কর্মজীবীদের চেয়ে বেকাররাই ইন্টারনেট বেশি ব্যবহার করে থাকেন। সমীক্ষা বলছে, বেকারদের প্রায় ৭৬ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন। অথচ বেতনভোগী কর্মজীবীদের মধ্যে এ হার ৫৫ শতাংশের কম। এ ধরনের উপার্জনক্ষমদের মাত্র ৪৩ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন। আবার শ্রমবাজারে নেই– এমন শ্রেণির মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৩৮ শতাংশ। সব মিলিয়ে বর্তমানে দেশে ৪৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। খানা বা পরিবারে মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্কের মাধ্যমেই সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার হয়। এ হার প্রায় ৬০ শতাংশ। ব্যক্তি ও খানা পর্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার জরিপ-২০২২ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশে তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে জানতে প্রথমবারের মতো বড় আকারের এ ধরনের জরিপ পরিচালনা করা হয়। জরিপের তথ্য সংগ্রহ করা হয় গত মে থেকে আগস্ট মাস পর্যন্ত। কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউয়িং (সিএপিআই) পদ্ধতিতে সারাদেশের ৩০ হাজার ৮১৬টি খানা বা পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়। জরিপে তথ্যপ্রযুক্তি বলতে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট, ফিক্সড ফোন, রেডিও, টেলিভিশন, বিদ্যুৎ ইত্যাদি ব্যবহারকে বোঝানো হয়েছে। বয়সের হিসাবে পাঁচ বছর থেকে বেশি বয়সের মানুষকে বিবেচনায় নেওয়া হয়েছে এতে। জরিপে দেখা যায়, দেশের ৮ দশমিক ৭ শতাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করেন। মোবাইল ব্যবহার করেন ৯৭ দশমিক ৪ শতাংশ। ফিক্সড ফোন ১ শতাংশেরও কম মানুষ ব্যবহার করে থাকেন। এ ছাড়া রেডিও ব্যবহার করেন প্রায় ১৩ শতাংশ মানুষ। ৬২ শতাংশ মানুষ টেলিভিশন এবং প্রায় ৯৯ শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহার করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct