জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: চারিদিকে পঞ্চায়েত নির্বাচনে জিতেছে তৃণমূল। চলছে বিজয় উল্লাস ও আনন্দ, দশ বছরের রাজ ইসলাম বেরিয়ে পড়ে বিজয় উৎসব দেখবে বলে, মুর্শিদাবাদ ইসলামপুরের বাসিন্দা রাজ কখন যে বিজয় উৎসব দেখতে দেখতে স্টেশনে চলে আসে তার আর খেয়াল নেই। বাজি ফাটানো দেখার খুব শখ তার, তাই সে চড়ে বসে ট্রেনে আরেকটু ঘুরে দেখা যাক এই ভেবেই সেই ট্রেনে চেপেই চলে আসে একেবারে শিয়ালদহ। শিয়ালদহ আসতেই তার মনে হয় আর হয়তো সে বাড়ি ফিরতে পারবে না, তবু একবার শেষ চেষ্টাটা করে দেখি বলে উল্টোদিকে ট্রেন চাপে সে, চেপেছিল সে ঠিক লাইনেরই ট্রেন, কিন্তু সেটা ছিল শিয়ালদা কাটোয়া লোকাল। হুগলির জুবিলী ব্রিজ পার করতেই তার মনে হয় কোথায় যেন ভুল রাস্তায় এসে পড়েছি। তাই সঠিক জানতে হুগলি ঘাট স্টেশনে নেমে পড়ে সে, সেখানে নেমেই দিশেহারা হয়ে পড়ে রাজ। স্টেশনে নিচে নেবেই কাঁদতে শুরু করেছে, এলাকাবাসী ও টোটো চালকরা দেখে সাথে সাথে তাকে নিয়ে চলে আসে চুঁচুড়া আরোগ্য তে। আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত দেখেন বাচ্চাটির হাতে দিদির সুরক্ষা কবজের বেল্ট পরানো, সেখানে লেখা মুর্শিদাবাদ ইসলামপুর। সাথে সাথেই মুর্শিদাবাদ ইসলামপুরের নেতা-নেত্রীদের ছবি দেখাতেই চিনতে পারে সে, ওই এলাকার বিধায়কের সঙ্গে যোগাযোগ করে অবশেষে বাড়ির খোঁজ মেলে রাজের, ইন্দ্রজিৎ বাবু বলেন হয়তো তৃণমূলের জনসংযোগের কারণেই বাচ্চাটি সকল নেতা-নেত্রী কে চেনে, আর খুব সহজেই তাকে বাড়ি ফেরানো যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct