আপনজন ডেস্ক: মাথায় চিরুনি চালালেই রাশি রাশি চুলে ভরে যাচ্ছে বাড়ির মেঝে। যারা চুল ওঠার সমস্যা নিয়ে সারা বছরই নাজেহাল থাকেন, বর্ষায় তাদের ভোগান্তি যেন দ্বিগুণ হয়। বর্ষাকালে চুলের জন্য চাই আলাদা যত্ন। চুল ঝরা রোধে এ সময় ব্যবহার করতে পারেন কয়েকটি প্যাক। নিয়ম করে চুলে লাগালে উপকার পাবেন। দই, লেবু এবং সরিষার তেল দিয়ে প্যাক বানিয়ে নিন। এ তিনটি উপাদানই চুলের জন্য দারুণ উপকারী। বিশেষ করে রুক্ষ চুল মসৃণ করতে এই প্যাক বেশ কার্যকরী। এই তিনটি উপকরণ দিয়ে তৈরি প্যাক সপ্তাহে ৩ দিন চুলে লাগাতে পারেন। এতে চুল ঝরা কমবে। ডিমের সাদা অংশ, লেবু এবং মধু— এই উপকরণগুলি দিয়ে বানিয়ে নিতে পারেন প্যাক। চুলের গোড়ায় ভাল করে এই প্যাক মেখে কিছু ক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে উপকার পাবেন। আমলকি চুল ঝরা কমায়। এ কারণে বর্ষায় চুল ঝরা কমাতে ভরসা রাখতে পারেন আমলকির উপর। তবে শুধু আমলকি নয়, তার সঙ্গে নারকেল তেল মেশাতে হবে। রুক্ষ এবং শুষ্ক চুলের জন্য এই প্যাক বেশ উপকারী। আমলকির রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে সপ্তাহে ২ দিন মাখতে পারেন। এতে নিশ্চিতভাবে চুল পড়া কমে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct