রঙ্গিলা খাতুন, বড়ঞা, আপনজন: মুর্শিদাবাদের ঘাস ফুলের দাপট থাকলেও পিছিয়ে নেই বাম কংগ্রেস। লড়াইয়ের ময়দানে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে একাধিক পঞ্চায়েত। তার মধ্যে উল্লেখ যোগ্য হল খোরজুনা। বড়ঞা ব্লকের খোরজুনা গ্রাম পঞ্চায়েত সিপিএম জয়ী প্রার্থীদের সম্বর্ধনা জানাল সিপিএম এরিয়া কমিটি পার্টি অফিসে। জানা গিয়েছে খোরজুনা অঞ্চলে ২১ টি সিটের মধ্যে ১৫ টি পেয়েছে বাম কংগ্রেস জোট । এর মধ্যে কংগ্রেসের পক্ষে ৮ জন এবং নির্দল ১ একটা ও সিপিএমের ৬ জন গ্রাম পঞ্চায়েতে জয় লাভ করেছে । বামেদের এই ৬ জন জয়ী প্রার্থীদের পার্টির পক্ষ থেকে বিশেষ ভাবে সম্বর্ধনা করা হয়। এ বিষয়ে এরিয়া কমিটির সম্পাদক মানুয়ার হোসেন বলেন “ কাটমানি, তোলাবাজ, চোরদের বিরুদ্ধে মানুষ রায় দিয়ে বাম কংগ্রসের প্রার্থীদের জয়ী করে পঞ্চায়েত গঠন করার সুযোগ দিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি এলাকার মানুষকে যে, এতো সন্ত্রাসের মধ্য দিয়ে বাম কংগ্রেস প্রার্থীদের জয়ী করার জন্য।” জয়ী প্রার্থীরা জানান রাস্তা ঘাট পানীয় জলের সমস্যা দূর করব। মানুষের পাশে থাকব। স্বচ্ছতার সাথে পঞ্চায়েত পরিচালনা করব বলে জানান । দল পরিবর্তন বিষয়ে জিজ্ঞেস করা হলে প্রার্থীরা জানান আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে এসেছি, কাটমানির জন্য নয়। পঞ্চায়েতে বাম কংগ্রসের বোর্ড গঠন বিষয়ে কংগ্রসের পক্ষে জানানো হয় “ আগামী পাঁচ বছরের এলাকার মানুষ আমাদের আশির্বাদ করেছেন। এলাকার উন্নয়ন করতে জোট অটুট থাকবে, মানুষের স্বার্থে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct