আপনজন ডেস্ক: ধর্মীয় বিদ্বেষ রোধে একটি প্রস্তাব পাস করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদে (ইউএনএইচআরসি)। সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়। বুধবার (১২ জুলাই) ইউএনএইচআরসির অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবের পক্ষে বাংলাদেশসহ ২৮টি সদস্য দেশ ভোট দেয় এবং বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ১২টি দেশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদে একটি প্রস্তাব পাস করা হয়েছে। এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাদের মতে, এই প্রস্তাব মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাদের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। গত ২৮ জুলাই ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ইরাকি বংশোদ্ভূত এক অভিবাসী পুলিশের নিরাপত্তায় কোরআন পোড়ায়। বিশ্বের মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) কোরআন অবমাননার এ ঘটনার নিন্দা জানায়। পরে পাকিস্তানের আহ্বানে গত মঙ্গলবার জাতিসংঘের শীর্ষ এই মানবাধিকার সংস্থা জরুরি বৈঠকে বসে। মঙ্গলবার জেনেভাভিত্তিক এই পরিষদের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct