অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: কুমারগঞ্জ হাই স্কুল সংলগ্ন নদীর ধারের পর এবার আবর্জনার স্তূপ থেকে উদ্ধার ব্যালট পেপার। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ধাদল পাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুমারগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে প্রায় ৪২ টি ব্যালট পেপার উদ্ধার করে তা কুমারগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। এ বিষয়ে বিজেপির জেলা কমিটির সদস্য রজত ঘোষ জানান, ‘উদ্ধার হওয়া ব্যালট পেপার গুলোতে ভারতীয় জনতা পার্টির প্রতীকেই সবচেয়ে বেশি ছাপ মারা রয়েছে। পাশাপাশি কয়েকটিতে সিপিএম ও কয়েকটিতে তৃণমূলের ছাপ মারা রয়েছে। এভাবেই দুর্নীতি করে আমাদের গোটা ব্লকে হারানো হয়েছে।’এ বিষয়ে সিপিআইএম এর কুমারগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক রনজিত তালুকদার জানান, ‘খুজলে শুধুমাত্র কুমারগঞ্জ হাই স্কুলের পাশে অথবা ধাদল পাড়ায় নয়, গোটা কুমারগঞ্জ ব্লক জুড়ে এইরূপ প্রচুর ব্যালট পাওয়া যাবে। এর দায় সরকারি আধিকারিকদের নিতে হবে। আমরা এই বিষয়টি নিয়ে আজ কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ডেপুটেশন দিয়েছি। আমরা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছি। প্রয়োজনে এই বিষয়টি নিয়ে আমরা হাইকোর্টে যাব।’এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কুমারগঞ্জ ব্লক সভাপতি উজ্জ্বল বসাক জানান, ‘যারা এই সমস্ত কথা বলছেন, তাঁরা সম্পূর্ণ নাটক করছেন। কুমারগঞ্জের মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছেন। আবার নির্বাচন হলে মানুষ আবার বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবেন। এই ব্যালট পেপার কেউ বা কারা কোনভাবে অসৎ উপায়ে সংগ্রহ করেছেন। আর তারা বিভিন্ন জায়গায় তা ছড়িয়ে দিচ্ছেন। ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে। এরপরে গণনা কেন্দ্রের পাশেই যদি ব্যালট পেপার পাওয়া যায় তাহলে তার দায় কেন্দ্র বাহিনীকেও নিতে হবে।’ এ বিষয়ে জেলা তৃণমূলের সহ-সভাপতি সুভাষ চাকি জানান, দক্ষিণ দিনাজপুরে নাট্য দল তৈরি হয়েছে যার প্রযোজক, অভিনেতা সুকান্ত মজুমদার তথা বিজেপি। ভারতীয় জনতা পার্টি লোকেরাই এ সমস্ত কিছু খুঁজে পাচ্ছেন। অন্য আর কেউ খুঁজে পাচ্ছেন না। পঞ্চায়েত ভোটে হেরে গিয়ে তারা এই সমস্ত ক্রিয়াকলাপ তৈরি করছে। এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত নয়। উনাদের যদি কোন ক্ষোভ, বিক্ষোভ থেকে থাকে তাহলে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হতেই পারেন।অন্যদিকে, কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ছেওয়াং তামাং এই অভিযোগ অস্বীকার করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct