নকীবউদ্দিন গাজী, ডায়মন্ডহারবার, আপনজন: মরশুমের প্রথম ডায়মন্ড হারবারের মৎস্যজীবীদের জালে উঠলো টনটন ইলিশ। মুখে চওড়া হাসি মৎস্যজীবী থেকে আড়ৎদারদের। গত দুদিনে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে প্রায় ৮০ টন ইলিশ ঢুকেছে বলে জানাযায়। মৎস্যজীবীরা জানান, গত কয়েক বছরের তুলনায় এই প্রথম বড় সাইজের ইলিশ মাছ ধরা পড়লো মৎস্যজীবীদের জালে।দুমাস গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর গত এক মাস মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিলেও সেভাবে জালে ইলিশের দেখা মেলেনি। ফলে লোকসানের মুখ দেখতে হচ্ছিল মৎস্যজীবী থেকে আড়ৎদারদের। এবার জালে ইলিশ পড়ায় আশার আলো দেখছেন তারা। তবে জালে ইলিশ ধরা পড়লেও দাম খুব একটা যে কমবে না তাও জানান আড়ৎদারেরা। ডায়মন্ডহারবার নগেন্দ্র বাজার সম্পাদক জগন্নাথ দাস জানান ইলিশ পাইকারি দর চলছে কেজি প্রতি ৫০০ থেকে ৭০০ টাকা, কিছুটা হলেও মাছের সাইজটা অনেকটাই ভালো। যথেষ্ট পরিমাণ মাছ ঢুকেছে গত দুদিনে ৮০ টন মাছ ঢুকে শুক্রবার দিন রাতে চল্লিশ টনের কাছাকাছি মাছ এসেছে বলে এমনটাই বললেন তবে দাম নিয়ে অনেকটাই আম বাঙালির নাগালের বাইরে।যা সাধারণ মধ্যবিত্তের নাগালের বাহিরে। তবে আড়তদাররা শংকর হালদার বলেন, এভাবে যদি ইলিশ জালে ধরা পড়ে তাহলে ইলিশের দাম কমতে পারে। আবহাওয়া ভালো হলে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ে তবেই দামের নাগালে থাকতে পারে পূবালী হাওয়া গভীর সমুদ্রে না বইলে তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি না হলে ইলিশের মৌসুমে ইলিশ ধরা দেয় না জালে তাই অপেক্ষা করতে হয় আবহাওয়ার উপরে। তবে অনেকটাই আশাবাদী আমরা। এভাবে ইলিশের আমদিানি বাড়তে থাকলে দামটা কিছুটা হলেও কমবে। তখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকলে বিক্রিবাটা বাড়ার সম্ভাবনা। সেই আশায় তাকিয়ে আছেন ডায়মন্ডহারবারের মৎস্যজীবীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct