আপনজন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ডারবানে বার্ষিক সভা শেষে আইসিসি বৃহস্পতিবার যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল, সেখানে আগামী চার বছরের জন্য লভ্যাংশ বণ্টন চূড়ান্ত হয়েছে বলে জানানো হয়েছে। তবে কোন দেশ কত পাবে, সেটা স্পষ্ট করা হয়নি। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নথিপত্রের সূত্র বলছে, সর্বশেষ চক্রের চেয়ে ৭২ শতাংশ লভ্যাংশ বেড়েছে বিসিসিআইয়ের। আইসিসির সর্বশেষ চক্রে ২২ দশমিক ৪ শতাংশ লভ্যাংশ পেয়েছিল ভারতীয় বোর্ড। ২০২৪–২৭ মেয়াদে তা ৩৮ দশমিক ৫ শতাংশে দাঁড়াচ্ছে। আর কোনো ক্রিকেট বোর্ড দুই অঙ্কের লভ্যাংশ পাচ্ছে না। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দ্বিতীয় সর্বোচ্চ এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তৃতীয় সর্বোচ্চ লভ্যাংশ পাচ্ছে। লভ্যাংশ ভাগাভাগির নতুন আর্থিক মডেলের খবর গত মে মাসেই প্রকাশ করেছিল ক্রিকইনফো। সামনের চক্রে ৬০ কোটি ডলার আয়ের প্রাক্কলন করে হিসাবটি তৈরি করেছিল আইসিসি। তবে এ নিয়ে পিসিবিসহ কয়েকটি বোর্ড নিজেদের লভ্যাংশের ভাগ পুনর্বিবেচনার আবেদন জানায়। আইসিসি বোর্ডসভায় সেটি কতটা কার্যকর হয়েছে জানা যায়নি। তবে ভারতের লভ্যাংশ খসড়া অনুযায়ীই চূড়ান্ত হয়েছে বলে দাবি করেছে ক্রিকবাজ। ভারতীয় সংবাদমাধ্যমটি বিসিসিআই থেকে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে পাঠানো মেইল দেখেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct