আপনজন ডেস্ক: অশান্ত ভাঙড়ে বহিরাগত নব্য জেএমবি সদস্যরা গোলমাল পাকাচ্ছে। শুধু তাই নয়, বহিরাগত রোহিঙ্গারাও অশান্তিতে মদত দিচ্ছে। অশান্ত ভাঙড় নিয়ে এরকমই বিস্ফোরক রিপোর্ট পেশ করলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, ভাঙড়ে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র গোলাবারুদ মজুত করা হয়েছে। তাদের লক্ষ্য রাষ্ট্র তথা পুলিশ প্রশাসন। রাজনৈতিক গোলমালকে ঢাল হিসেবে ব্যবহার করে ভাঙড়ে রাতের অন্ধকারে বোমাবাজি ও অশান্তি পাকাচ্ছে তারা। কেন্দ্রীয় গোয়েন্দারা জঙ্গি তত্ত্ব খাড়া করে বলতে চাইছে, ভাঙড়ে যুব সমাজের হাতে বেআইনি আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে পুলিশের উপর আক্রমণ হানাচ্ছে প্রতিনিয়ত। ভাঙড় এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চাইছেন এই বহিরাগত জঙ্গি সংগঠনের সদস্যরা। এরা প্রতিনিয়ত সেখানে অশান্ত পরিবেশ গড়ে তুলছে। পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ ও শাসক দলের মতবিরোধ ও সংঘর্ষকে কাজে লাগিয়ে ফের প্রতিদিন প্রতিনিয়ত তারা গোলাবারুদের গন্ধে ও ধোঁয়ায় ঢেকে ফেলেছে ভাঙড় এলাকাটি। এলাকার দখল হাতে নিয়ে সেখানকার মাছের ভেরি ব্যবসা ও জমির হস্তান্তর অর্থাৎ দালালি এই ব্যবসাকে কেন্দ্র করে অধিক মুনাফা করার জন্য জেএম বি মদতপুষ্ট বহিরাগত সদস্যদের পাশাপাশি রোহিঙ্গাদের একাধিক বহিরাগত টিম ইতিমধ্যে সেখানে প্রবেশ করেছে। আর এর দরুন প্রতিদিন সেখানে সংঘর্ষ বোমা বিস্ফোরণ পুলিশকে আক্রমণ এবং রাজনৈতিক হানাহানি লেগে রয়েছে। পাওয়ার গ্রিড- এর জমি আন্দোলনকে কেন্দ্র করে সেই সময়ও আক্রমণের মূল লক্ষ্য ছিল পুলিশ। এদিকে ভাঙড়ে ফরেন্সিক ও সিআইডির টিম শুক্রবার বিভিন্ন ঘটনাস্থল ঘুরে দেখেন। ভোট পরবর্তী হিংসার কারণে মঙ্গলবার রাতে থেকে উত্তপ্ত ভাঙড়। যত রাত গড়িয়েছে ততই অগ্নিগর্ভ হয় পরিস্থিতি। কাঁঠালিয়ায় গণনা কেন্দ্রের বাইরে পরের দিনও পড়তে থাকে পরপর বোমা। রাতজুড়ে শুধু বোমাগুলির শব্দ। বোমার আঘাতে জখম হন অতিরিক্ত পুলিশ সুপার। জখম হন তাঁর দেহরক্ষীও। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তিনজনের । থমথমে এলাকায় সকাল থেকেই জারি হয় ১৪৪ ধারা । তার ২৪ ঘন্টা কাটতে না কাটতে আবারো উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয় তিনজন। ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করতে শুক্রবার ভাঙড়ের কাঠালিয়া হাই স্কুল সংলগ্ন এলাকায় ফরেন্সিক টিম ও সিআইডির টিম এসে নমুনা সংগ্রহ করেন। রাস্তার পাশে যেখানে মৃতদেহ পড়েছিল সেখানে পরীক্ষা করার পাশাপাশি রক্তের নমুনাও সংগ্রহ করেন তাঁরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct