সুব্রত রায়, কলকাতা: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গ্রাম বাংলার পরিস্থিতি। রবিবারও মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে একটি রিপোর্ট স্বরাষ্ট্র দপ্তরকে পাঠানো হয়েছে। সেই রিপোর্টে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর আরো উত্ত্যক্ত পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যের তিন থেকে চারটি জেলায় বলে আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দারা। শুধু তাই নয় বেশ কিছু জেলায় পুলিশকে টার্গেট করা হচ্ছে। থানায় হামলা হতে পারে। পুলিশ ফাঁড়ি বা পুলিশের গাড়িতে অতর্কিতে আক্রমণ ঘটতে পারে। রবিবার এইরকমই উদ্বেগ জনক রিপোর্ট গোয়েন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে।
মুর্শিদাবাদ মালদা সহ বেশ কিছু জেলায় একাধিক গ্রাম পুরুষশূন্য হয়ে গিয়েছে। কোথাও কোথাও বহিরাগত কিছু দুষ্কৃতী অতর্কিত ঢুকে হামলা চালানোর ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে গোয়েন্দারা আগাম রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে সতর্ক করে নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ মালদা কোচবিহার ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিশেষত ভাঙ্গড় এবং বেশ কিছু এলাকায় উপযুক্ত সশস্ত্র বাহিনীর পরামর্শ দিয়েছে।সংখ্যালঘু-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় ভোটের দিন তৃণমূলের দু’জন খুন হয়েছেন। তারা দু’জনই সংখ্যালঘু। উত্তর দিনাজপুরের চাকুলিয়া, মালদহের মানিকচক, নদিয়ার চাপড়ায় যাঁরা নিহত হয়েছেন, তাঁরা সকলেই সংখ্যালঘু। বস্তুত, ভোটের দিন মুর্শিদাবাদের নওদায় নিহত কংগ্রেসকর্মীর বাড়িতে গিয়ে রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বারংবার বলেছেন, ‘‘একজন ধর্মপ্রাণ মুসলিমকে খুন করছে তৃণমূল! যিনি মাত্র তিন দিন আগে হজ করে ফিরেছিলেন।’’ অধীরের বক্তব্যের উদ্দেশ্য একেবারেই অস্পষ্ট নয়।
তবে সংখ্যালঘু ভোট বাক্সে চিরকালই রাজনৈতিক দলগুলির লক্ষ্য থাকে। অন্যদিকে, নওশাদ তথা আইএসএফের ‘উত্থান’ নিয়ে শাসক শিবিরে সামান্য হলেও একটা উদ্বেগ তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। তবে ইতিহাস বলছে, সংখ্যালঘু ভোট আচমকা শিবির বদল করে না। কিন্তু করলে রীতিমতো ঢেলে বাক্স বদল হয়। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, সাচার কমিটির রিপোর্টের অব্যবহিত পরেই বাংলার সংখ্যালঘুরা পুরোপুরি ‘বিমুখ’ হয়ে পড়েন বামেদের প্রতি। তবে এখন দেখার বিষয় মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পরবর্তী সময়ে অশান্তি ও প্রাণহানি ঠেকাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে ব্যবহার করে বাংলা শান্তি ফেরায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct