আপনজন ডেস্ক: রাহুল গান্ধীকে লোকসভায় অযোগ্য ঘোষণার প্রতিবাদে রাজ্যের রাজধানীতে 'মৌন সত্যাগ্রহ' করবে কংগ্রেস। রাহুল গান্ধীকে সংসদ থেকে অযোগ্য ঘোষণা করার জন্য বিজেপি 'নোংরা কৌশল' ব্যবহার করেছে বলে অভিযোগ করে কংগ্রেস রবিবার ঘোষণা করেছে যে এর প্রতিবাদে তাদের কর্মীরা এবং নেতারা ১২ জুলাই রাজ্যের প্রতিটি রাজধানীতে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে 'মৌন সত্যাগ্রহ' করবেন।কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এক বিবৃতিতে বলেছেন, রাহুল গান্ধী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের সবচেয়ে শক্তিশালী ও সোচ্চার বিরোধী।
অত্যন্ত সফল ভারত জোডো যাত্রার পর রাহুল গান্ধী লোকসভায় একটি ঐতিহাসিক ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী মোদী এবং আদানি গ্রুপের মধ্যে সম্পর্কের কথা তুলে ধরেন।ফলস্বরূপ, বিজেপি তাকে সংসদ থেকে অযোগ্য ঘোষণা করার জন্য "নোংরা কৌশল" ব্যবহার করেছে। ২০১৯ সালে মানহানির মামলায় রাহুলগান্ধীর 'মোদী উপাধি' মন্তব্যের জন্য তাঁর সাজা স্থগিত করতে গুজরাট হাইকোর্ট অস্বীকৃতি জানানোর পর শুক্রবার কংগ্রেস জানিয়েছিল যে সরকার তাঁর কণ্ঠরোধ করার জন্য নতুন কৌশল খুঁজছে। বেণুগোপাল বলেন, ক্ষমতাসীন শাসনের বিরুদ্ধে লড়াই করার এবং ভারতের দরিদ্র, কৃষক, শ্রমিক, যুবক ও প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যার কথা শোনার সংকল্পে অবিচল রয়েছেন গান্ধী। এমনকি সংসদের বাইরেও তিনি জনগণের কণ্ঠস্বর এবং এমন একজন নেতা, যাকে জনগণ বিশ্বাস করতে পারে। কংগ্রেস সাধারণ সম্পাদক আরো বলেন, 'আমরা দলমত নির্বিশেষে ১৪০ কোটি ভারতবাসীর কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন ন্যায়বিচার ও স্বাধীনতার শক্তির পাশে দাঁড়ান, গণতন্ত্রের এই পরিবর্তনের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
বেণুগোপাল জানিয়েছেন, এর প্রতিবাদে ১২ জুলাই, ২০২৩ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিটি রাজ্যের রাজধানীতে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে 'মৌন সত্যাগ্রহ'-এর আয়োজন করছে কংগ্রেস। আমরা বিশ্বাস করি যে সত্য এবং প্রতিটি ভারতীয়ের প্রকৃত কল্যাণের জন্য আমাদের অঙ্গীকার উচ্চস্বরে এবং স্পষ্টভাবে বলে, বিজেপি-আরএসএস আমাদের বা আমাদের নেতাদের বিরুদ্ধে যে কৌশলই ব্যবহার করুক না কেন। ভারত এ ধরনের ফ্যাসিবাদী শক্তিকে বেশিদিন চলতে দেবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct