আপনজন ডেস্ক: নজিরবিহীনভাবে পঞ্চাযেত নির্বাচনের দিন ১৭ জনের মৃত্যু হয়েছে। তার পরেই কোনও হেলদোল নেই রাজ্যের সুশীল সমাজের। রাজ্যের ছোটখাট ঘটনায়ও যেখানে সুশীল সমাজকে শান্তি রক্ষায় এগিয়ে আসতে দেখা গেছে, পঞ্চাযেত নির্বাচনে একদিনে ১৭ জনের মৃত্যুতে তাদের কোনও প্রতিক্রিয়া মিলছে না। শহরের রাজপথে দেখা যাচ্ছে না প্রতিবাদ মিছিল বা সমাবেশের। এমনকী এবারের পঞ্চায়েত নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি মুসলিমের প্রাণ গেলেও মুসলিম বুদ্ধিজীবী মহল থেকেও বার্তা এখনও দেখতে পাওয়া যাচ্ছে না। পঞ্চায়েত ভোটের দিনে যাদের প্রাণ গিয়েছে সেই তালিকাটা অবাক করার মতো। তার মধ্যে শাসক দলের সংখ্যাই বেশি।
উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বিদ্যানন্দপুর-২ পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী শাহেনশাহ (৩৮) সংঘর্ষে নিহত হয়েছেন। তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করেছিল, যা পরে অস্বীকার করা হয়। এই উত্তর দিনাজপুরে ৬৫ বছর বয়সী এক কংগ্রেস সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়। কংগ্রেস তৃণমূলকে অভিযুক্ত করে, তবে তারা এই অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া, নারায়ণ সরকার (৫৫) নামে এক তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তৃণমূল বিজেপিকে সরকারকে হত্যার জন্য অভিযুক্ত করেছে।
কোচবিহারের ফলিমারীতে মাধব বিশ্বাস (২৮) নামে এক বিরোধী দরের পোলিং এজেন্টকে পিটিয়ে হত্যা করা হয়। কোচবিহারের তুফানগঞ্জে গণেশ সরকারকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়। দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে চিরঞ্জিত কাজি (২৯) নামে এক বিজেপি সমর্থককের মৃত্যু হয়েছে। যদিও তৃণমূল অস্বীকার করেছে। মালদার মানিকচকের গোপালপুরের বাসিন্দা শেখ মালেক (৩৩) শনিবার বোমা বিস্ফোরণে নিহত হন।
মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাপাসডাঙ্গায় বাবর আলি (৩২) নামে এক তৃণমূল সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়। তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করেছে, যারা কোনও ভূমিকা অস্বীকার করেছে। মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুরের তৃণমূল কর্মী সাবিরুদ্দিন শেখকে (৫১) অপহরণণের পর হত্যা করা হয়। তার দল কংগ্রেসকে দোষারোপ করেছে, যারা দাবি করেছে যে এই মৃত্যু অরাজনৈতিক ছিল।
মুর্শিদাবাদের লালগোলার ছাইতানিতে সংঘর্ষে নিহত হন ৪০ বছর বয়সী সিপিএম সমর্থক রওশন আলি। সিপিএম তৃণমূলকে দোষারোপ করেছে, তবে তারা এই অভিযোগ অস্বীকার করেছে। নওদার গঙ্গাধারী এলাকায় বোমা বিস্ফোরণে নিহত হন ৬২ বছর বয়সী কংগ্রেস নেতা লিয়াকত শেখ। অভিযুক্ত তৃণমূল অভিযোগ অস্বীকার করেছেন। রেজিনগরের তেঘরি-নাজিরপুর গ্রামের তৃণমূল কর্মী ইয়াসিন শেখ (৪৮) শনিবার বোমা বিস্ফোরণে মারা যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct