আপনজন ডেস্ক: নজিরবিহীন রাজনৈতিক হিংসার মাধমে এবারের পঞ্চায়েত নির্বাচনের দিন আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে। পঞ্চায়েত ভোটের দিনেই এক লপ্তে ১৭ জনের মৃত্যু অতীতে দেখা যায়নি। আর সবচেয়ে অবাক করার বিষয় হল, এই পঞ্চাযেত নির্বাচনে রাজনৈতিক সংঘর্ষে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে শাসক দলের। নির্বাচনের অতীত খতিয়ান দেখলে সামেন আসবে, নির্বাচনের দিন গণ্ডগোলে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হতে হয়েছে বিরোধী দলের। কিন্তু এবার প্রতিরোধের মাত্রা এতই বেশি ছিল যে বেশিরভাগ প্রাণ দিতে হযেছে শাসক দলেরই। তার উপরে রাজ্যের কয়েক শো বুথে বুধ দখল, ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা সামনে আসে।
এমনকী ব্যালট বক্সে আগুন ধরিয়ে দেওয়া কিংবা পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। সেই চিত্র সংবাদমাধমের দৌলতে সামনে আসতেই পুনর্নির্বাচনের দাবি উঠতে থাকে। তার পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন অবশেষে রবিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে আজ সোমবার। সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হবে। আর শেষ হবে বিকাল পাঁচটায়।
শনিবার বহু জায়গায ভোট গ্রহণ করতে গভীর রাত গড়িয়ে যায়। মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
কিন্তু কোথাও কোথাও যেমন শাসক ও বিরোধী দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ কিংবা বুথ দখলের ঘটনা এসেছে তেমনি ভোট দিতে না পারায় মানুষ বিক্ষোভও দেখিযেছে। অনেক জায়গায় ক্ষুব্ধ ভোটাররা রাস্তা অবরোধ করেছে। কযেক জাযগায় শাসক দলের ফেস্টুন ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছে। তার উপরে ভোট-দুষ্কৃতীদের দাপাদাপি রাজ্যে অনন্য নজির সৃষ্টি করেছে। রাজ্য জুড়ে তাণ্ডবের জেরে এই পুনর্নির্বাচনের ঘোষণা। বিভিন্ন জেলার ৬০৪ টি এমন বুথে সোমবার পুনর্নির্বাচনের ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ৩৬ টি বুথ। জেলার ১১টি ব্লকের মধ্যে যে ৩৬টি বুুথে পুনরায় ভোট গ্রহণ হবে তার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আওতাধীন বেশ কিছু বুথও। ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের ১০টি বুথে পুনর্নির্বাচন হবে। এছাড়া, বিষ্ণুপুর-১, গোসাবা, বাসন্তী, জয়নগর-১, জয়নগর-২, কুলতলি, বারুইপুর, মথুরাপুর-২, মন্দিরবাজার, মগরাহাট-১ ব্লকের বুথেও পুনর্নির্বাচন করার ঘোষণা দেওয়া হয়েছে। বোটরে দিন বাসন্তীর ফুলমালঞ্চে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছিল। সেখানকার দুটি বুথে ফের ভোট নেওয়া হবে।
অন্যান্য জেলাগুলির মধ্যে পুনরায় ভোট গ্রহাণের তালিকায় রয়েছে,পুরুলিয়ার চার ব্লকের ৪ টি বুথে, বাঁকুড়ায় ৩ বুথ। এছাড়া বীরভূমের ১৪ টি কেন্দ্রের ৪২টি আসনে যেমন পুনর্নির্বাচন হবে তেমনি মালদহ, মুর্শিদাবাদের শতাধিক বুথেও পুনরায় ভোটগ্রহণ হবে। তবে পুনর্নির্বাচন সবচেয়ে বেশি ১৭৫টি বুথে অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদ জেলায়। মালদায অনুষ্ঠিত হবে ১০৯টি বুথে। ভোটের দিন মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক সংঘর্ষে সবচেয়ে বেশি প্রাণ হারিযেছিল্ একদিনে ভোটের বলি হয় ৫জন। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং,ঝাড়গ্রামের কোনও বুথে পুনর্নির্বাচন হবে না। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যে ৬৯৬ টি বুথে সোমবার পুনর্নির্বাচন, তার প্রত্যেকটিতেই থাকবে আধা সেনা। হাফ সেকশন বা ৪ থেকে ৫ জন আধা সেনা জওয়ান মোতায়েন করা হবে বুথগুলিতে। সেইমতো রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা পৌঁছেছে জেলাগুলিতে। পঞ্চায়েত ভোটের দিন বিভিন্ন জেলার স্পর্শকাতর বুথগুলিতেও কোনও উপস্থিতি ছিল না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। কেন্দ্রীয় বাহিনীর পরিবর্তে রাজ্যের পুলিশ মোতায়েন করায় তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ। আসলে তাণ্ডবের মুখে পড়ে অসহায় হযে পড়ে পুলিশ। বহু জায়গায় সিভিক পুলিশও বুথ আগলে তাকে। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। যেসব বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে যাতে আর কোনও রাজনৈতিক হিংসা না ঘটে তার জন্য কেন্দ্রীয় বাহিনী বেশি করে মোতয়েন করার ভাবনা রযেছে নির্বাচন কমিশনের। আসলে কেন্দ্রীয় বাহিনী ঠিকভাবে মোতায়েন না করার জেরে নির্বাচনের দিন যেভাবে প্রাণ গিযেছে তার আর পুনরাবৃত্তি চায় না নির্বাচন কমিশন।
একনজরে পুনর্নির্বাচন:
পুরুলিয়া৪
নদিয়া৮৯
মুর্শিদাবাদ ১৭৫
পশ্চিম মেদিনীপুর১০
বীরভুম১৪
জলপাইগুড়ি১৪
উত্তর ২৪ পরগনা৪৬
আলিপুরদুয়ার১
হাওড়া৮
দক্ষিণ ২৪ পরগনা৩৬
পূর্ব মেদিনীপুর৩১
কোচবিহার৫৩
উত্তর দিনাজপুর৪২
দক্ষিণ দিনাজপুর১৮
মালদা১০৯
পূর্ব বর্ধমান৩
পশ্চিম বর্ধমান৬
বাঁকুড়া৮
হুগলি২৯
মোট৬৯৬
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct