আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদীয়া জেলার ভারত বাংলাদেশে সীমান্তবর্তী চাপড়া থানার কল্যাণদহে ভোটের হিংসা অব্যাহত কল্যাণদহে ১৪৭ নম্বর বুথে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। অভিযোগের তীর কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। এছাড়াও আহত একাধিক। মৃতের নাম আমজাদ আলী হালসানা। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে চাপড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়।প্রথমে তাকে উদ্ধার একটি টোটোর হাসপাতালে নিয়ে যাওয়া মাঝ রাস্তায় টোটো খারাপ হয়ে যায়। পরে পুলিশের গাড়িতে করে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার জেরে মোট ৭ জন মৃত এক জন।কংগ্রেসের প্রার্থী দাবি তৃণমূল কংগ্রেসের লোকজন বুথের ভিতরে ছাপ্পা করে তারপরে কংগ্রেসের লোকজন মধ্যে শুরু হয় বচসা দুই পক্ষের মধ্যে শুরু হয় মারামারি সেই ঘটনার ছেড়ে আহত তিনজন কংগ্রেস কর্মী। বিধায়ক রুকবানুর রহমান আহতদের সঙ্গে দেখা করে বললে, সিপিএম ও কংগ্রেসের জোট করে তারা এই ঘটনা ঘটায়। পুলিশ কাছে অভিযোগ করা হয়েছিল। তারপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয়ে। মৃতের ভাই শাহাবুদ্দিন মণ্ডল বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে ভোট কেন্দ্র কংগ্রেসের কর্মী সমর্থক মধ্যে শুরু হাতাহাতি কংগ্রেসের লোকজন বাঁশ লাঠি নিয়ে মাথা আঘাত করে ঘটনা জেরে ওই বুথে ভোট বন্ধ হয়ে যায়। ভোট দিতে গিয়ে আহত এক মহিলা সেলিনা খাতুন বলেন, এক বৃদ্ধাকে ভোট দেওয়ার কেন্দ্র করে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে মারামারি শুরু হয়। মৃতের স্ত্রীর দাবি যদি ভোট কেন্দ্র কেন্দ্র বাহিনী থাকলে আজ আম স্বামীর মৃত্যু হতো না।বুথের নিরাপত্তা নিয়ে যে কারণে আজ আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেল।আমার স্বামী খুন করছে তাদের উপযুক্ত শাস্তি চাই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct