ভোটের বলি
সুরাবুদ্দিন সেখ
উন্নয়নের জন্য মোরা করি মহাজোট
উন্নয়নের কান্ডারী বেছে দিই মোরা ভোট,
আমাদেরই অঙ্গীকার সুস্থ সমাজ গড়া
তবে কেন ভোটের সময় হয় যে মানুষ মারা!
ভোটের সময় প্রতিবারে কেন পরে লাশ?
এমন দেখে পরিবারের বন্ধ হয় যে শ্বাস,
বুক কাঁপে না,হাত কাঁপে না যখন চালায় খুন
হিংসার অনলে জ্বলে জ্বলে ধরেছে মনে ঘুণ।
গণতন্ত্রের উৎসব নয় যে গণহত্যার শোর
আসবে তবে কেমন করে সমাজসুখের ভোর!
ভোটের জন্য এদিক ওদিক যাচ্ছে কত প্রাণ
বাতাসেতে ভেসে বেড়ায় লাল রক্তের ঘ্রাণ।
গনতন্ত্রের উৎসবের তরে হচ্ছে মানুষ বলি
এমন বলি বন্ধ করে শান্তির পথে চলি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct