ওবাইদুল্লা লস্কর, আমতলা, আপনজন: দক্ষিণ ২৪ পরগণার বজবজ ১ ব্লকের বিভিন্ন এলাকায় সকাল থেকেই চলছে শান্তিপূর্ন নির্বাচন। বিষ্ণুপুর নহাজারি পরাশর গ্রাম পঞ্চায়েতের ২নং বুথে একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটে। এই বুথে বিরোধীরা অভিযোগ করে যে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইরে থেকে এসে রিগিং করছে। তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি বিষ্ণুপুর নহাজারি পরাশর গ্রাম পঞ্চায়েতের ২৫ নং বুথে এদিন জেলাসভাধিপতি শামীমা শেখ পরিদর্শনে আসেন। সমস্ত বুথ তিনি ঘুরে দেখেন ও ভোটারদের সাথে কথাও বলেন জেলা সভাধিপতি তথা জেলাপরিষদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামীমা শেখ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামীমা শেখ বলেন তিনি ১০০% জয়ের ব্যাপারে আশবাদী। তিনি আরো বলেন শুধু আমিই না সারা রাজ্য জুড়ে যেভাবে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক কাজ করেছেন তাতে আমরা প্রতিটি জায়গায় জিতবই। বজবজ ব্লক ১ এর বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct