সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভুমে পঞ্চায়েত ভোট সকাল থেকে শুরু হয়ে যায়। উৎসবের মেজাজ নিয়ে বুথে বুথে লাইনে দাঁড়ানোর ভিড় লক্ষ্য করা গেছে। বিরোধী দলের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আবেদন থাকলেও সমস্ত বুথে দেওয়া হয়নি। সারা রাজ্যব্যাপী এক দফায় অনুষ্ঠিত হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এক দফা থেকে তিন দফায় ভোট করানোর জল্পনা নিয়ে চলল দীর্ঘ টানা পড়েন। শেষমেষ কিছু কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ ও সিভিক দিয়েই মূলত ভোট পর্ব শুরু হয়েছে।অনেক বুথে একজন সিভিক এবং একজন রাজ্য পুলিশ থাকায় ভীড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। এইরূপ একটা চিত্র দেখা যায় খয়রাসোল ব্লকের কমলপুর- থামতাড়া বুথে।একজন মাত্র রাজ্য পুলিশ বন্দুকধারী লাইন সামলাতে ব্যাস্ত।এদিকে জনতা উৎসাহ নিয়ে একেবারে ভোট কেন্দ্রের কাছে চলে আসায় প্রচুর ভীড় লক্ষ্য করা যায়। যার প্রেক্ষিতে ভিড় সামলাতে পুলিশকে শেষ পর্যন্ত বন্দুক উঁচিয়ে জনতাকে তাড়া করতে দেখা যায়।জেলার বিভিন্ন প্রান্তে বুথে ছাপ্পা ভোট মারার অভিযোগ বিরোধী দলের। খয়রাসোল ব্লকের বাবুইজোড়ে তৃণমূল কংগ্রেসের সাথে নির্দল সদস্যদের মধ্যে ঝামেলার জেরে তৃণমূল কংগ্রেস কর্মী আহত হন বলে অভিযোগ। দুবরাজপুর ব্লকের কাপাসতোড় বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার দাবিতে বিক্ষোভ চলে। চলে ব্যালটবক্স লুট। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেরিতে ভোট শুরু করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct