আপনজন ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় ওমদুরমানে সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে খার্তুম রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে। দেশটির সামরিক দলগুলোর মধ্যে যুদ্ধ ১২তম সপ্তাহে প্রবেশ করার পর এ হামলা চালানো হলো। ১৫ এপ্রিল যুদ্ধ শুরু হওয়ার পর আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) রাজধানী খার্তুম, ওমদুরমান ও বাহরিতে দ্রুত আধিপত্য বিস্তার করায় সেনাবাহিনী বিমান ও কামান হামলা শুরু করে। লড়াই বন্ধে কোনো মধ্যস্থতা প্রচেষ্টা এখনো পর্যন্ত সফল হয়নি। ফলে দেশটিকে একটি বৃহত্তর গৃহযুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়ার হুমকি তৈরি হয়েছে। সেনাবাহিনী ফেসবুকে একটি পোস্টে বলেছে, বিশেষ বাহিনী ২০ ‘বিদ্রোহী সেনাকে’ হত্যা করেছে এবং তাদের অস্ত্র ধ্বংস করেছে। ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, পশ্চিম দারফুর রাজ্যের জাতিগত সহিংসতা রাজধানী, কর্ডোফান ও দারফুর অঞ্চলে ছড়িয়ে পড়ায় লড়াইয়ে কমপক্ষে এক হাজার ১৩৩ জন নিহত হয়েছে। এ ছাড়াও ২.৯ মিলিয়নেরও বেশি মানুষ বাস্ত্যচূত হয়েছে, যার মধ্যে প্রায় সাত লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। ন্যদিকে সাহায্য সংস্থার মতে, লড়াইয়ের কারণে নারীদের ধর্ষণ ও অপহরণের ‘উদ্বেগজনক সংখ্যা’ সৃষ্টি হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct