নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: ভোটের শেষ বেলায় হরিশ্চন্দ্রপুর সদর এলাকার হরিশ্চন্দ্রপুর কিরণ বালা বালিকা বিদ্যাশ্রম উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাইমারি স্কুলে ১২৫ নম্বর বুথে পুলিশের চোখের সামনে ব্যালট লুটের ঘটনা ঘটল। এমনকি ব্যালট বক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ বিজেপির গুন্ডা বাহিনী ওই বুথে ব্যালট লুট করেছে। হরিশ্চন্দ্রপুর সদর এলাকাতেই পুলিশের চোখের সামনে এই ধরনের ঘটনা ঘটে যাওয়াতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা এলাকায়।ব্যালট বক্স লুট ও ব্যালট বক্স পুড়িয়ে দেওয়ার পরই ভোট গ্রহণ বন্ধ হয়ে যায় ওই বুথে। বিজেপি এবং তৃণমূলের সমর্থকেরা একে অপরের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। এরপরই পার্শ্ববর্তী আমবাগান থেকে ওই ভোট কেন্দ্রের আগুন লাগানো ব্যালট বক্স এবং পুড়ে ছাই হয়ে যাওয়া ব্যালট উদ্ধার করেন কেন্দ্রীয় বাহিনী। ভোটগ্রহণ বন্ধ হয়ে যাওয়ায় ফিরে যান ভোটাররা।নতুন করে ওই কেন্দ্রে ভোট গ্রহণের দাবি তুলেছেন এলাকার বিজেপি নেতৃত্ব। হরিশ্চন্দ্রপুর ১৯ নং পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির প্রার্থী বাবলু কর্মকার জানান, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন। বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী রূপেশ আগরওয়ালের দলবলেরা ব্যালট লুট করে পালাচ্ছিল। তৃণমূল কর্মীরা তা দেখে ফেলে। এতেই দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। রূপেশ আগরওয়াল বলেন, তৃণমূল পরাজয় বুঝতে পেরে বহিরাগত দিয়ে বুথ লুট করাচ্ছিল। বিজেপির কর্মীরা বাধা দিতে গেলে তারা বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন। এবং ব্যালট বক্স পুড়িয়ে দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct