অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: গ্রামবাসীরা তাদের অভিমত আগেই জানিয়েছিলেন। অবশেষে শনিবার পঞ্চায়েত ভোটের দিন তা বাস্তবায়িত করলেন। বেহাল রাস্তা সংস্কার না করায় ভোট দিতে বুথ মুখী হলেন না গ্রামবাসীরা। এলাকার বাসিন্দারা একযোগে করলেন ভোট বয়কট। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ৬নং ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।জানা গিয়েছে, হাজীপুর থেকে জঙ্গিপুর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার প্রশাসন তাথা স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু কোন সুরাহা না হওয়ায় ভোট বয়কটের ডাক দিয়েছিলেন তারা। সেই মতো শনিবার রাস্তায় বাসের ব্যারিকেড দিয়ে পথ অবরোধের পাশাপাশি ভোট বয়কটে সামিল হন তারা। হাজীপুর এলাকার ১৬৮ ও ১৭০ নম্বর বুথের গ্রামবাসীরা স্পষ্ট ভাবে জানান, তাদের এই রাস্তাটি যাতায়াতের জন্য অযোগ্য হয়ে গিয়েছে। অথচ প্রশাসনের তরফে রাস্তাটির পাকা করার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই তারা আজ ভোট বয়কটে সামিল হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct