আপনজন ডেস্ক: এ বছরের পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে রাজনৈতিক হিংসা অব্যাহত ছিল। তার ব্যতিক্রম হল না পঞ্চায়েত ভোটের দিন। শনিবার ভোটের দিনে রাজনৈতিক হিংসার বলি হল ১৫ জন। তা নিয়ে শাসক ও বিরোধী দলের চাপান উতোর চলছে। বিরোধীরা যখন গণতন্ত্র বিপন্ন বলে দাবি করেছেন তখন শাসক দল তৃণমূল সাংবাদিক সম্মেলন করে বলল, কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যে পঞ্চায়েত ভোট হয়েছে উৎসবের মেজাজে। সেই সঙ্গে রাজ্য জুড়ে হিংসার পরিবেশের জন্য বিরোধীদের চক্রান্তকে দায়ী করল তৃণমূল। নিশানা করল বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং আইএসএফকে। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসর মুখপাত্র কুণাল ঘোষ, দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাঁজা। কুনাল ঘোষ বলেন, ভোটকে কেন্দ্র করে রাজ্যে যত হিংসার ঘটনায় যত মানুষের মৃত্যু হয়েছে সেসবের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী। এতগুলি জেলায় তো উৎসবের মেজাজে ভোট হয়েছে। পায়ের তলার মাটি সরে গিয়েছে বলেই এমন সন্ত্রাস করেছে বিরোধীরা। এদিন খুন হওয়া ১৫ জনের মধ্যে ৯ জনই তৃণমূল কংগ্রেসের কর্মী ও প্রার্থী বলে দাবি শাসকদলের। এই ঘটনা নিয়ে ব্রাত্য বসু বলেন, যারা খুন হলেন তাদের রাজনৈতিক পরিচয় জানুন। কারা গুলি চালাল? কারা বোমা মারল? ব্যালট বক্স কারা পুকুরে ফেলল?
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct