নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: পঞ্চায়েত নির্বাচন শুরু হতেই মালদা জেলায় একের পর এক অশান্তির ঘটনার সামনে আসতে শুরু করে।শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লক এলাকার মালিওর-১ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বেলসুর বুথ দখলের অভিযোগ উঠে শাসক দলের বিরুদ্ধে।তার সঙ্গে চলে ব্যাপক বোমাবাজি এবং গুলি।গুলি চালানোর ঘটনায় এক কংগ্রেস কর্মীর পায়ে গুলি লাগে বলে খবর।তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।জানা যায়,এদিন সকালে পশ্চিম বেলসুর বুথে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বুথ দখল করে নেওয়ার অভিযোগ ওঠে এলাকার তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে।এমনকি ওই বুথ থেকে কংগ্রেসের এজেন্ট এবং কর্মীদের তাড়িয়ে দেওয়া হয়।কংগ্রেস কর্মীরা বাধা দিতে গেলে তাদেরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।সেক্টরে এবং থানায় অভিযোগ করলেও সময়মত কোন পুলিশকর্মীর দেখা মেলেনি বলে অভিযোগ কংগ্রেস কর্মীদের।পরে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কর্মীরা।
ঘটনাস্থল থেকে পুলিশ চলে যেতে বাধ্য হয়।যদিও সমস্ত ঘটনা মিথ্যা বলে দাবি করেছেন তৃনমূল কংগ্রেস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct