দেবাশীষ পাল, মালদা: রাস্তা নেই ভোট নেই। এমনই অভিযোগ তুলে পঞ্চায়েত ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন মালদা জেলার হবিবপুর থানার রাধাকান্তপুর গ্রামের ১২২এ ও ১২২বি বুথের প্রায় ১৩০০ ভোটার। তাদের অভিযোগ বহুদিন ধরে ওই বুথে রাধাকান্তপুর, রামকৃষ্ণপুর, জগন্নাথপুর সাধারণ মানুষ ও এলাকার রাস্তা ও সেতুর দাবি জানিয়েছেন। তা সত্ত্বে তাদের কোন সূরাহা হয়নি তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা। ১২২ এ ও ১২২ বি বুথে ভোট কর্মীরা ও কেন্দ্র বাহিনী ভোটকেন্দ্রে আসলেও এলাকার সাধারণ মানুষ ভোট না দিয়ে ভোট বয়কট করেন। জানা গেছে ঔ বুথে গ্রাম পঞ্চায়েতে কোন রাজনৈতিক দল প্রার্থী দেয়নি।অন্য জায়গায় থেকে পঞ্চায়েত সমিতি, ও জেলা পরিষদের প্রার্থী দিলেও ঐ এলাকার সাধারণ মানুষ ভোট দিতে যায়নি। এখন দেখার বিষয় বিকেল পর্যন্ত কোন ভোট পরে কি না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct