নিজস্ব প্রতিনিধি, অরঙ্গাবাদ: পঞ্চায়েত নির্বাচন ঘিরে সকাল থেকেই অশান্ত সুতি ও সামশেরগঞ্জ। জেলাজুড়ে বুথ দখল, ভোটে বাধার অভিযোগ। মুর্শিদাবাদের সুতিতে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে এদিন সকালে। প্রতিবাদে সুতি থানার সামনে বিক্ষোভ করে কংগ্রেস নেতা কর্মীরা কংগ্রেসের অভিযোগ সুতির অরঙ্গাবাদ এক নম্বর অঞ্চলে ১২০, ১২১ ও ১২২ নম্বর বুথে ছাপ্পা ভোট করছে তৃণমূল। ছাপ্পা ভোট হলেও প্রশাসন নির্বিকার। তারিই প্রতিবাদে সুতি থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল কংগ্রেস প্রার্থী ও কর্মী সমর্থকেরা।
সুতির অরঙ্গাবাদ ২ নং গ্রাম পঞ্চায়েত খানাবাড়ি এলাকার ১৩২ নং বুথের ছাপ্পা পড়তেই হাতে নাতে ধরে কেন্দ্রীয় বাহিনী, বুথের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল ব্যালট পেপার, ভাঙচুর করা হয়েছে দরজা জানালা, ঘটনা স্থলে ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী, ভোট কর্মীরা আতঙ্কে বেরিয়ে যান ভোট কেন্দ্র থেকে। ভোট কর্মীদের দাবি দরজা জানালা বন্ধ করে আটকে দেদার ছাপ্পা করে দীর্ঘ ক্ষন বলার পরেই আসেনি সেক্টর অফিসারেরা, ভাঙচুর করা চেয়ার টেবিল, ঘটনা স্থলে ছুটে আসে সুতি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, ঘটনা স্থল স্বাভাবিক হওয়ার পর শুরু হয় ভোট গ্রহণ।
অন্যদিকে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের শুলিতলা এলাকায় ১৬ নম্বর বুথে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে । আহত সানাউল সেখকে প্রথমে নিয়ে যাওয়া হয় অনুপ নগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে নিয়ে আসা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct