আপনজন ডেস্ক: সমুদ্র সৈকতে ভেসে এসেছিল মৃত স্পার্ম তিমি। যা দেখতে অনেকেই এসেছিলেন। তবে কেউ কল্পনাও করেননি প্রাণীটির পেটে লুকিয়ে থাকতে পারে মূল্যবান বস্তু। যার দাম প্রায় পাঁচ লাখ ডলার। তার পেটে ছিল ভাসমান সোনা। ঘটনাটি ঘটেছে ক্যানারি দ্বীপে। জোয়ারের কারণে বিশাল এই তিমির ময়নাতদন্ত কঠিন হয়ে পড়েছিল। কিন্তু লাস পালমাস ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব এনিমেল হেলথ অ্যান্ড ফুড সিকিউরিটির প্রধান আন্তোনিও ফার্নান্দেজ রদ্রিগেজ মৃত্যুর কারণের খোঁজে ছিলেন অবিচল। প্রথমে তিনি হজমের সমস্যা সন্দেহ করে প্রাণীটির অন্ত্র পরীক্ষা করেন। তখনই দেখতে পান সেখানে শক্ত কিছু একটা আটকে আছে। বের করে দেখেন, ৫০-৬০ সেন্টিমিটার ব্যাসের একটি পাথর। যার ওজন সাড়ে নয় কেজি। দর্শনার্থীদের কেউ বুঝতে পারেননি সেটা ছিল অ্যাম্বারগ্রিস। অথ্যাৎ‘ভাসমান স্বর্ণ'। অ্যাম্বারগ্রিস একটি বিরল পদার্থ। এটি শতাব্দীর পর শতাব্দী ধরে পারফিউম প্রস্তুতকারীদের আরাধ্য। রদ্রিগেজের পাওয়া অ্যাম্বারগ্রিসের বাজার মূল্য প্রায় পাঁচ লাখ ডলার। গড়ে ১০০টি স্পার্ম তিমির মাঝে একটিতে অ্যাম্বারগ্রিসের দেখা মেলে। তিমিরা প্রচুর পরিমাণে স্কুইড ও কাটলফিশ খায়, যার বেশিরভাগই হজম করা যায় না ও বমি হয়ে যায়। কিন্তু বমির কিছু অংশ পেটের মাঝেই থেকে যায়। আর বছরের পর বছর ধরে তিমির অন্ত্রে জমাটবদ্ধ হয়ে অ্যাম্বারগ্রিস তৈরি করে। অনেক সময় অ্যাম্বারগ্রিস বের হয়ে এসে সমুদ্রে ভাসতে থাকে। কিন্তু কখনো কখনো বড় হলে অস্ত্র ফেটে তিমি মারা যায়। লা পালমার ওই ঘটনায় তা-ই হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct