আপনজন ডেস্ক: চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসে রেইন ফরেস্ট হিসেবে পরিচিত অতিবৃষ্টি অরণ্য বা ঘনবর্ষণ বনাঞ্চলের আয়তন ২ হাজার ৬৪৯ বর্গ কিলোমিটার কমেছে। গত বছর প্রেসিডেন্ট বোলসোনারোর শাসনামলে বন উজাড় হয়েছিল ৩ হাজার ৯৮৮ বর্গ কিলোমিটার। প্রকাশিত সরকারি তথ্য স্যাটেলাইটের মাধ্যমে এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। তবে লুলা ২০৩০ সালের মধ্যে বন উজাড় বা বন ছাড়পত্র বন্ধ করে দেবেন বলে অঙ্গীকার করেছেন।তিনি এই লক্ষ্য অর্জনের জন্য একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন। কেননা আমাজনের হারিয়ে যাওয়া রেইন ফরেস্ট অঞ্চলটি এখনও নিউ ইয়র্ক সিটির আকারের তিনগুণেরও বেশি। এত বড় অঞ্চল সার্বক্ষণিক নজরদারিতে রাখাটা কষ্টসাধ্য ব্যাপার।ব্রাজিলে গত কয়েক বছরে বন উজাড় উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আমাজন রেইন ফরেস্ট বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ অবদান রাখে।বৃহস্পতিবার ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্পেস রিসার্চ (ইনপে) স্যাটেলাইটের নতুন তথ্য উপস্থাপন করেছে। দেশটির পরিবেশমন্ত্রী মেরিনা সিলভা সাংবাদিকদের বলেন, আমরা আমাজনের বন উজাড় ক্রমাগত কমিয়ে আনছি। জুন মাসে গত বছরের একই সময়ের তুলনায় রেকর্ড ৪১ শতাংশ হ্রাস পেয়েছে বন উজাড়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct