অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: প্রতীক্ষার অবসান ঘটিয়ে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় পঞ্চায়েত নির্বাচন। ঠিক তার আগে ভোটের সামগ্রী নিয়ে ডি.সি.আর.সি কেন্দ্রগুলি থেকে ভোট কেন্দ্রের দিকে রওনা দিতে শুরু করেছেন ভোট কর্মীরা। জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় দক্ষিন দিনাজপুর মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ১২২৩ টি। এর মধ্যে উত্তেজনাপ্রবন ভোটগ্রহণ কেন্দ্র ১৯৩ টি। জেলায় মোট ভোটার রয়েছেন ১১,৫৭,৭১৭ জন। এর মধ্যে পুরুষ ৫৯৩২৭১ জন, মহিলা ৫৬৪৪০৭ জন ও ৩৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রায় ৭৩০৮ জন ভোট কর্মী কর্মী নিয়োগ করা হয়েছে কমিশনের তরফে। অন্যদিকে নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে প্রায় ১৬ কোম্পানি মোট আধা সেনা ও ১৫০০ জন রাজ্য পুলিশকে কাজে লাগানো হচ্ছে। জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকের দফতর সূত্রে জানা গিয়েছে , দক্ষিণ দিনাজপুর জেলায় মোট গ্রাম পঞ্চায়েত রয়েছে ৬৪ টি। এবারের পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় মোট পঞ্চায়েত সমিতি আসন ১৮৯, গ্ৰাম পঞ্চায়েতে ১৩০৮ এবং জেলা পরিষদ আসন ২১ টি রয়েছে। মোট প্রার্থী ৫০৮৪ জন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct